For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিদির হয়ে এবার খেলাটা কে খেলছে? চাঞ্চল্য তথ্য সামনে আনলেন দেবাংশু

ফ্যাক্টর মমতাই, তাই মোদী, অমিত শাহদের এখন বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে। তৃণমূলের প্রচারে এসে মন্তব্য দেবাংশুর। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের মতে, মম্যতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে নয়।

  • |
Google Oneindia Bengali News

ফ্যাক্টর মমতাই, তাই মোদী, অমিত শাহদের এখন বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে। তৃণমূলের প্রচারে এসে মন্তব্য দেবাংশুর। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের মতে, মম্যতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে নয়।

সাধারণ মানুষের উন্নয়নের কথা ভেবেই বারবার বাংলায় ছুটে আসছেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীরা।

দিদির হয়ে খেলছে সাধারণ মানুষ!

দিদির হয়ে খেলছে সাধারণ মানুষ!

সম্প্রতি হাওড়াতে একটি প্রচার সভায় যোগ দেন দেবাংশু। সেখানে তাঁর মন্তব্য, কজন মহিলা (মমতা) আজ বিজেপির কাছে কতবড় ফ্যাক্টর, যে মোদী, অমিত শাহদের এখন বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে। স্বাধীনতার পরে ভারতবর্ষের কোনও প্রধানমন্ত্রী একটা রাজ্যের ভোটে এতবার আসেননি। এমনটাই মনে করেন তরুণ এই তৃণমূল নেতা। কিন্তু এতবার এতেও বাংলাতে তাঁদের জন্যে কোনও ফল ভালো হবে না বলেই মনে করেন দেবাংশু। তাঁর দাবি, জনসাধারণ জেদ ধরেছে দিদিকে নবান্নতে ফেরাতে হবে। এবার খেলাটা জনসাধারণ খেলছে দিদির হয়ে।

ব্যাক টু ব্যাক প্রচার

ব্যাক টু ব্যাক প্রচার

মাত্র দুটি পর্ব শেষ হয়েছে ভোটের। এখনও বেশ কয়েক দফা ভোট পর্ব বাকি রয়েছে। ব্যাক টু ব্যাক প্রচার করে চলেছেন দেবাংশু। তেমনই রবিবার রাতে উত্তর হাওড়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম চৌধুরীর সমর্থনে বামুনগাছি সি রোডে বালক সংঘের মাঠে এক নির্বাচনী জনসভায় যোগ দেন খেলা হবে স্লোগানের কান্ডারি। সেখানেই এই মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য।

বিজেপিকে একটিও ভোট নয়

বিজেপিকে একটিও ভোট নয়

দেবাংশু বলেন, "বাংলার উন্নয়নের গতি সচল রাখতে মহিলাদের সুরক্ষা বজায় রাখতে বিজেপিকে একটিও ভোট নয়। হিন্দুত্বের তাস খেলে বিজেপি বাংলায় ক্ষমতা দখল করার চেষ্টা করছে। অসমে ক্ষমতায় এসে এনআরসিতে প্রায় ১৪ লক্ষ বাঙালি হিন্দুর নাম ওরা নাগরিক তালিকা থেকে বাদ দিয়েছে। এদের ফাঁদে কখনোই পা দেবেন না। সাধারণ মানুষের কাছে আবেদন দেবাংশুর। তবে কন্যাশ্রী, সবুজ সাথী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী সহ এতো প্রকল্প করেছেন দিদি। বিজেপি বাংলার ক্ষমতায় এলে মানুষ এসব থেকে বঞ্চিত হবেন। মনে করেন তিনি। তৃণমূল যুব নেতার দাবি, বিজেপির আচ্ছে দিন আজ হাওয়া হয়ে গেছে। সভাস্থলে উপস্থিত মানুষের উদ্দেশ্যে দেবাংশু বলেন, হাওয়াই চটি পরা ৬৫ বছরের দিদির কথা ভেবে এবার ভোট দিন। জনগণ এবার জেদ ধরেছে মমতাকে নবান্নে ফেরাতে হবে। তাই এবার খেলাটা জনসাধারণ খেলছে দিদির হয়ে।

ভিড় ছিল চোখে পড়ার মতো

ভিড় ছিল চোখে পড়ার মতো

জনপ্রিয়তার নিরিখে তৃণমূলের বহু প্রভাবশালী নেতাকে পিছনে ফেলে দিয়েছেন দেবাংশু। সোশ্যাল মিডিয়াতে প্রত্যেক মুহূর্তে বাড়ছে তাঁর জনপ্রিয়তা। গত কয়েকদিনে কয়েশ প্রচার সভা সেরে ফেলেছেন দেবাংশু। তাঁকে দেখতেই ভিড় উপছে পড়ছে। যেখানে যাচ্ছেন ৮ থেকে ৮০ ভিড় তাঁকে দেখতে। তেমনই হাওড়ার সভাতেও ভাল ভিড় হয়েছিল। 'খেলা হবে' গানের তালে দেবাংশুর সঙ্গেই গলা মেলান উপস্থিত জনতা।

English summary
debangshu bhattacharya mamata banerjee factor on 2021 assembly election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X