For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির ৪ সাংসদ, ১ বিধায়ক, ১৬ কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের পথে! দেবাংশুর পোস্টে জল্পনা

২০১৯ থেকে শিক্ষা নিয়ে তৃণমূল এখন পাল্টা দেওয়া শুরু করেছে বিজেপিকে। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল শুধুই শক্তি খুইয়ে ছিল। কিন্তু ২০২১-এ দেখা যাচ্ছে পুরোপুরি ভিন্ন চিত্র।

Google Oneindia Bengali News

২০১৯ থেকে শিক্ষা নিয়ে তৃণমূল কংগ্রেস এখন পাল্টা দেওয়া শুরু করেছে বিজেপিকে। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল শুধুই শক্তি খুইয়ে ছিল। কিন্তু ২০২১-এ দেখা যাচ্ছে পুরোপুরি ভিন্ন চিত্র। নিজেদের সংগঠন ধরে রেখে বিজেপি ভেঙে শক্তি বাড়ানোয় মন দিয়েছে তৃণমূল কংগ্রেস। করোনার আবহেও সোশ্যাল মিডিয়ার দেবাংশু ভট্টাচার্যের এক পোস্টে গুরুতর জল্পনা শুরু হয়েছে সম্প্রতি।

বিজেপিতে ভাঙনের বার্তা এক পোস্টে

বিজেপিতে ভাঙনের বার্তা এক পোস্টে

সদ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়েছেন দেবাংশু ভট্টাচার্য। তারপরই তিনি সোশ্যাল মিডিয়ায় এমন একটি পোস্ট করেছেন, যা নিয়ে তীব্র জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। রাজ্য রাজনীতিতে তিনি ফের ঝড় তুলে দিয়েছেন বিজেপি ভাঙনের বার্তা। তিনি লিখেছেন- বিজেপির চার সাংসদ, এক বিধায়ক ও ১৬ কাউন্সিলর...।

বিজেপির ৪ সাংসদ, ১ বিধায়ক ও ১৬ কাউন্সিলর জল্পনায়

বিজেপির ৪ সাংসদ, ১ বিধায়ক ও ১৬ কাউন্সিলর জল্পনায়

তিনি তাঁর পোস্টটি এমনভাবেই করেছেন, যা মানুকে ভাবাবে। দেবাংশু বলেননি যে, বিজেপির চার সাংসদ, এক বিধায়ক ও ১৬ কাউন্সিলর তৃণমূল ফিরছে। বা তৃণমূলে পা বাড়িয়ে রয়েছে। তিনি উহ্য রেখেছেন বিষয়টি। যে যা ভাবার ভেবে নিতে পারে। মোট কথা, এটা স্পষ্ট যে, বিজেপিকে ভাঙানোর বার্তা দিচ্ছে তৃণমূল। সেই আভাস রয়েছে ওই পোস্টে।

বিজেপি শিবিরকে চিন্তায় ফেলেছে দেবাংশুর পোস্ট

বিজেপি শিবিরকে চিন্তায় ফেলেছে দেবাংশুর পোস্ট

তৃণমূল চাইছে বিজেপিকে জবরদস্ত ধাক্কা দিয়ে ২০২১-এর লড়াইটা শুরু করতে। এদিনই বিপ্লব মিত্রের মতো হেভিওয়েট নেতা দলে ফিরে এসেছেন বিজেপি ছেড়ে। ক'দিন ধরেই মুকুল রায় ও শুভ্রাংশু রায়কে নিয়ে জল্পনা চলছিল। তারপর জল্পনায় রয়েছেন অর্জুন সিং। এরই ফাঁকে দেবাংশুর পোস্ট বিজেপি শিবিরকে চিন্তায় ফেলে দিয়েছে।

২০২১-এর রূপরেখা তৈরি করতে গিয়ে বিপাকে বিজেপি

২০২১-এর রূপরেখা তৈরি করতে গিয়ে বিপাকে বিজেপি

দিল্লিতে সম্প্রতি বিজেপির ২০২১-এর রূপরেখা তৈরি করতে কয়েক প্রস্থ মিটিং হয়েছে। সেই মিটিংয়ের যেটুকু খবর ফাঁস হয়েছে তা বিজেপির পক্ষে শুভদায়ক নয়ষ অনেক নেতা-নেত্রী, সাংসদ-বিধায়ক উষ্মা প্রকাশ করেছেন বঙ্গ বিজেপির নেতৃত্বের প্রতি। এতেও ভাঙন রেখা স্পষ্ট হয়েছে বিজেপিতে।

বিজেপিকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে সাম্প্রতিক কিছু ঘটনা

বিজেপিকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে সাম্প্রতিক কিছু ঘটনা

বিজেপি তড়িঘড়ি রাজ্য কমিটি গড়ে নির্বাচনী লড়াইয়ে নেমে পড়লেও সাম্প্রতিক কিছু ঘটনা তাদের ব্যাকফুটে ঠেলে দিয়েছে। বিশেষ করে মুকুল রায় বৈঠকের মাঝপথে কলকাতায় ফিরে আসা। তারপর মুকুল ঘনিষ্ঠ কিছু নেতার ‘বিদ্রোহ', বিজেপিতে দুই গোষ্ঠীর মধ্যে ব্যবধান বাড়তে থাকা এবং সর্বোপরি বিজেপিতে ভাঙন রেখা স্পষ্ট হওয়া।

বিজেপি আগে নেমেও পিছি্য়ে পড়ছে ক্রমশ

বিজেপি আগে নেমেও পিছি্য়ে পড়ছে ক্রমশ

বিজেপি ২০১৯-এ লোকসভায় ১৮টি আসনে জিতে তৃণমূলকে চ্যালেঞ্জ জানানোর জায়গায় চলে আসে। বাংলায় ক্ষমতায় দখলের স্বপ্ন তখন থেকেই বোনা শুরু হয়ে যায় তাদের। একুশের আগে করোনার থাবা পড়লেও, বিজেপি সবার আগে ময়দানে নেমে পড়েছে। কিন্তু দলের মধ্যে ভেদাভেদ তাঁদেরকে সমস্যায় ফেলে দিচ্ছে সম্প্রতি। এই পরিস্থিতিতে দেবাংশুর পোস্ট সত্যিই ভাবাচ্ছে বিজেপিকে।

ঘর গোছানোর আগেই ভাঙন শুরু, বিজেপিতে ঠকে' 'ঘর ওয়াপসি' বিপ্লব মিত্রের, যোগ দিলেন তৃণমূলেঘর গোছানোর আগেই ভাঙন শুরু, বিজেপিতে ঠকে' 'ঘর ওয়াপসি' বিপ্লব মিত্রের, যোগ দিলেন তৃণমূলে

English summary
Debangshu Bhattacharya increases speculation with BJP’s MP and MLAs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X