For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেবাংশুকে কেন একুশের নির্বাচনে টিকিট দিল না তৃণমূল, এতদিনে স্পষ্ট হল সেই কারণ

তৃণমূলের ২৯১ জন প্রার্থীর মধ্যে নাম নেই দেবাংশু ভট্টাচার্যের। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই ট্রোলের বন্যা বইছিল দেবাংশুকে নিয়ে। এই পরিস্থিতিতে নিজেই মুখ খুলে জানিয়ে দিলেন- কেন তিনি টিকিট পেলেন না।

Google Oneindia Bengali News

তৃণমূলের ২৯১ জন প্রার্থীর মধ্যে নাম নেই দেবাংশু ভট্টাচার্যের। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই ট্রোলের বন্যা বইছিল দেবাংশুকে নিয়ে। এই পরিস্থিতিতে নিজেই মুখ খুলে জানিয়ে দিলেন- কেন তিনি টিকিট পেলেন না। সেই কারণে স্পষ্ট করে দেবাংশু জানিয়ে দিলেন ধন্যবাদ ট্রোলাররা, পারলে আরও ট্রোল করো।

দেবাংশু প্রার্থী হতে পারতেন না বালি থেকে

দেবাংশু প্রার্থী হতে পারতেন না বালি থেকে

বালি বিধানসভা কেন্দ্র থেকে তাঁর নামই সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছিল। কিন্তু তাঁর নাম ২৯১ জনের তালিকায় ছিল না। প্রার্থী তালিকায় তাঁর নাম না দেখে ট্রোল শুরু হওয়ায় দেবাংশু জবাব দেন, তৃণমূল তাঁকে প্রার্থী করার প্রতিশ্রুতি দেয়নি। তিনি এবার কিছুতেই প্রার্থী হতে পারতেন না বালি থেকে।

দেবাংশু প্রার্থী হতে পারবেন না কী কারণ

দেবাংশু প্রার্থী হতে পারবেন না কী কারণ

কিন্তু কী কারণ, দেবাংশুর মতো তরুণ তুর্কি নেতা এবার ভোটে প্রতিনিধিত্ব করতে পারবেন না? দেবাংশু নিজেই সুস্পষ্ট করে দিয়েছে কারণ। দেবাংশু জানান, তাঁর জন্ম ১৯৯৬ সালের ১ এপ্রিল। তিনি বালির নির্বাচনের তথ্য যাচাইয়ের দিনে ২৫ বছরের হতেন না। কেননা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ন্যূনতম বয়স হতে হবে ২৫ বছর।

বালি থেকে প্রার্থী হওয়ার কোনও সম্ভাবনাই ছিল না, কেন

বালি থেকে প্রার্থী হওয়ার কোনও সম্ভাবনাই ছিল না, কেন

১০ এপ্রিল চতুর্থ দফায় বালিতে ভোট। আর বালিতে প্রার্থীর তথ্য যাচাইয়ের শেষ দিন ২৮ মার্চ। ওইদিন ২৫ বছর পূর্ণ করতে তিনদিন বাকি থাকত দেবাংশুর। সেই নিয়মে তিনি কেটে যেতেন প্রার্থীপদ থেকে। তাই তাঁর এবার বালি থেকে প্রার্থী হওয়ার কোনও সম্ভাবনাই নেই।

রাজনীতিতে এসেছি আদর্শের কারণে, বিজেপিকে বার্তা

রাজনীতিতে এসেছি আদর্শের কারণে, বিজেপিকে বার্তা

দেবাংশু এদিন ট্রোলারদের উদ্দেশ্যে বলেন, আপনারা আরও ট্রোলড করুন। আপনারা আমার জনপ্রিয়তা অনেকটাই বাড়িয়ে দিয়েছেন। দেবাংশু আরও বলেন, আপনারা আমাকে ভালোবাসতে পারেন, রাগ করতে পারেন। কিন্তু এড়িয়ে যেতে পারেন না। আমি রাজনীতিতে এসেছি আদর্শের কারণে, বিজেপিকে বার্তা দিয়ে তাঁর ঘোষণা- খেলা হবে।

English summary
Debangshu Bhattacharya clears why he can’t get ticket for West Bengal Assembly Election 2021.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X