For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিশুমৃত্যুতে রাজনীতি? মমতার অভিযোগ ওড়ালেন সন্তানহারা মা

অশোকনগরে শিশু মৃত্যুর জন্য মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুললেও এতে রাজনৈতিক ষড়যন্ত্র নেই বলেই জানিয়েছেন মৃত শিশুটির মা শিখা গঙ্গোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

অশোকনগরে শিশু মৃত্যুর জন্য মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুললেও এতে রাজনৈতিক ষড়যন্ত্র নেই বলেই জানিয়েছেন মৃত শিশুটির মা শিখা গঙ্গোপাধ্যায়। পারিবারিক গণ্ডগোলের জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন অশোকনগরের ওই সন্তান হারা মা।

শিশুমৃত্যুতে রাজনীতি, মমতার অভিযোগ ওড়ালেন সন্তানহারা মা

শিখা গঙ্গোপাধ্যায়ের মন্তব্যকে ঘিরে এবার মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে পাল্টা নিশানা করেছে বিজেপি। মুখ্যমন্ত্রীর কথার সুর টেনে তাঁরই সম্পর্কে রাজ্য বিজেপি নেতাদের বলতে শোনা যাচ্ছে, মৃত্যু নিয়ে রাজনীতি কোন দল করে, তা এখন বোঝা যাচ্ছে। যদিও তৃণমূলের দাবি, বিজেপি জোর করে সন্তান হারা শিখা গঙ্গোপাধ্যায়ের মুখ থেকে এই কথা বলিয়ে নিয়েছে।

শিশুমৃত্যুতে রাজনীতি, মমতার অভিযোগ ওড়ালেন সন্তানহারা মা

উল্লেখ্য, নিমতায় খুন হওয়া তৃণমূল নেতার বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ঘটনা এবং অশোকনগরে শিশু মৃত্যুর ঘটনার জন্য বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলেন। তা জানার পরে নিজেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছেন মৃত শিশুর মা শিখা গঙ্গোপাধ্যায়। উল্টে তাঁর অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতেন তিনি। শ্বাশুড়ি এবং ভাসুর দীর্ঘদিন ধরেই তাঁকে এই নিগ্রহ করে আসছে বলেও অভিযোগ করেছেন ওই সন্তান হারা মা।

শিশুমৃত্যুতে রাজনীতি, মমতার অভিযোগ ওড়ালেন সন্তানহারা মা

শিখা গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, ২ জুন অশোকনগর শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতে ক্যাসা কলোনির বাড়িতে তিনি সন্তানকে দুধ খাওয়াচ্ছিলেন। সেই সময় পারিবারিক সংঘর্ষে ওই শিশুটি মায়ের হাত থেকে পড়ে গুরুতর আহত হয়। সেই অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁর সন্তানকে মৃত বলে ঘোষণা করেন বলে জানিয়েছেন ওই মা।

ঘটনাটি জানাজানি হতেই অশোক নগর থানায় লিখিত অভিযোগ করেন এলাকায় বিজেপি নেতা হিসেবে পরিচিত সুশান্ত গঙ্গোপাধ্যায়। আর শিখা গঙ্গোপাধ্যায় তৃণমূল করে বলে খবর রটতেই রাজনৈতিক সংঘর্ষে শিশুটির মৃত্যু হয় বলে রব ওঠে। যদিও তাতে বিরক্তই হয়েছেন সন্তানহারা শোকাতুর শিখা। এবং আবেদন করেছেন, তাঁর সন্তানের মৃত্যু নিয়ে কোনো দলই যেন রাজনীতি না করে।

English summary
Dead child mother spoke about politics, what he told.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X