For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তর পূর্বের পথ নিয়ে আস্তে আস্তে দুর্বল! জেনে নিন বুলবুলের অবস্থান

পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশে খেপুপাড়ার মধ্যবর্তী অংশে আঘাত হানার পরে স্থলভাগে চলে আসবে বুলবুল। তরপরেই আস্তে আস্তে উত্তরপূর্বের দিকে যেতে থাকবে বুলবুল। সেটি দুর্বল হতে থাকবে। এদিকে ইতিমধ্যেই

  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশে খেপুপাড়ার মধ্যবর্তী অংশে আঘাত হানার পরে স্থলভাগে চলে আসবে ঘূর্ণিঝড় বুলবুল। তরপরেই আস্তে আস্তে উত্তরপূর্বের দিকে যেতে থাকবে বুলবুল। সেটি দুর্বল হতে থাকবে। এদিকে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের কলকাতা-সহ ছটি জেলায় সরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওড়িশার নটি জেলাতেও স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বাসিন্দাদের ঠাঁই রিলিফ সেন্টারে

বাসিন্দাদের ঠাঁই রিলিফ সেন্টারে

পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশার উপকূলবর্তী এলাকার সাইক্লোন এবং ফ্লাড রিলিফ সেন্টারগুলিতে নিচু এলাকার মানুষজনকে ঠাঁই দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সন্ধের পর বুলবুল স্থলভাগে আঘাত হানবে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আছড়ে পড়ার মুহুর্তে ঝড়েগ গতিবেগ ঘন্টায় ১১০ থেকে ১২০ কিমি থাকলেও ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় ১৩৫ কিমি।

ঘূর্ণিঝড় বুলবুলের জেরে যে বৃষ্টি শুক্রবার থেকে শুরু হয়েছিল, শনিবার ভোর থেকে তার পরিমাণ বেড়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, তা আগামী সময়ে আরও বাড়বে।

সকাল ১০ টায় বুলবুলের অবস্থান

সকাল ১০ টায় বুলবুলের অবস্থান

সকাল দশটা নাগাদ বুলবুলের অবস্থান ছিল ওড়িশার পারাদ্বীপ থেকে ৯৫ কিমি পূর্ব উত্তর পূর্বে, চাঁবালি থেকে ১০০ কিমি দক্ষিণপূর্বে, বালাসোর থেকে ১৪০ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, দিঘা থেকে ১০০ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, সাগরদ্বীপ থেকে ১৪০ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে আর বাংলাদেশের খেপুপাড়া থেকে ৩২০ কিমি দক্ষিণ পশ্চিমে।

বুলবুলের বেগ

বুলবুলের বেগ

গত ছয় ঘন্টায় গতি বাড়িয়েছে বুলবুল। গতিবেগ ঘন্টায় ১৫ কিমি।

 আস্তে আস্তে দুর্বল হবে

আস্তে আস্তে দুর্বল হবে

স্থলভাগে আঘাত করার পর আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে বুলবুল। তা ক্রমশ বাংলাদেশের ওপর দিয়ে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলির দিকে এগিয়ে যাবে।

আতঙ্কের নাম 'বুলবুল'! পশ্চিমবঙ্গ উপকূল থেকে সতর্কতা উত্তরপূর্বেওআতঙ্কের নাম 'বুলবুল'! পশ্চিমবঙ্গ উপকূল থেকে সতর্কতা উত্তরপূর্বেও

English summary
Cyclonic Storm ‘Bulbul’ warning and post landfall outlook for West Bengal Coast. Several district administration already announces to close schools for the day.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X