For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রাক্তন বিধায়কের পর এবার টার্গেটে প্রাক্তন সাংসদ ও বিধায়ক! গ্রামের কৃষকদের তাড়া খেল পিকের টিম

সৎ নেতা হওয়ায় শুধু প্রাক্তন সিপিএম বিধায়কের বাড়িতেই নয়, উত্তরবঙ্গের প্রাক্তন সাংসদ এবং বর্তমান বিধায়কের বাড়িতেও হানা প্রশান্ত কিশোরের বাহিনীর। যদিও এবার পিকের বাহিনীর বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গ

  • |
Google Oneindia Bengali News

সৎ নেতা হওয়ায় শুধু প্রাক্তন সিপিএম বিধায়কের বাড়িতেই নয়, উত্তরবঙ্গের প্রাক্তন সাংসদ এবং বর্তমান বিধায়কের বাড়িতেও হানা প্রশান্ত কিশোরের বাহিনীর। যদিও এবার পিকের বাহিনীর বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার কথা জানিয়েছে সিপিএম নেতৃত্ব। নেতা কিনতে গ্রামে যাওয়া প্রশান্ত কিশোরের টিম কার্যত তাড়া খেয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়।

নারদ কাণ্ডে তৃণমূলের ৫ নেতানেত্রীকে কড়া নোটিস! ৫ দিনের মধ্যে 'হিসেব' জমার নির্দেশ ইডিরনারদ কাণ্ডে তৃণমূলের ৫ নেতানেত্রীকে কড়া নোটিস! ৫ দিনের মধ্যে 'হিসেব' জমার নির্দেশ ইডির

প্রথম সামনে আসে প্রাক্তন বিধায়কের কথা

প্রথম সামনে আসে প্রাক্তন বিধায়কের কথা

ধূপগুড়ির ১০ বছরের প্রাক্তন সিপিএম বিধায়ক প্রথমটায় না বলেও, পরে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিকে বলেন পারলে বাড়িতে আসুন। প্রাক্তন বিধায়ককে জানানো হয়, জলপাইগুড়ির দায়িত্বে যিনি রয়েছেন, তিনিই যাবেন। আদতে তিনি বিহারের বাসিন্দা হলেও, প্রশান্তের টিমের হয়ে কাজ করছেন জলপাইগুড়িতে।
কথা মতো জলঢাকার পাড়ে প্রবীণ লক্ষীকান্ত রায়ের টালি দেওয়া মাটির বাড়িতে হাজির ২ ব্যক্তি। মুখে একটাই কথা আপনি তৃণমূল আসুন। তাদের ভীষণ প্রয়োজন। দিদিও চান।
২ ব্যক্তি জানতে চান, এতবছর রাজনীতিতে থেকেও কেন এমন অবস্থা। সেই সময় প্রাক্তন বিধায়কের উত্তর, তাদের কি চোর ভাবেন। পাল্টা তাঁর আক্রমণ যেদলের হয়ে কাজ করতে নেমেছেন সেই দলে এইসব হয়। নাছোড় দুই ব্যক্তি বলেন, চারিদিকে দুর্নীতি। তিনি যেন তৃণমূল যোগ দেন। তাঁর মতো সৎ নেতার তৃণমূলে প্রয়োজন। তবে সেখানে গেলে টাকা পয়সার অভাব হবে না। ভাল পদও পাবেন তিনি।

সিপিএম-এর প্রাক্তন সাংসদ এবং বর্তমান বিধায়ককেও প্রস্তাব

সিপিএম-এর প্রাক্তন সাংসদ এবং বর্তমান বিধায়ককেও প্রস্তাব

উত্তরবঙ্গের জলপাইগুড়িতেই শুধু নয়, সৎ নেতার খোঁজে এবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে হানা প্রশান্ত কিশোরের বাহিনীর। সিপিএম বিধায়ক রফিকুল ইসলামকে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ। বাড়িতে গিয়ে টাকা ও পদের অফার দেওয়া হয় বলে অভিযোগ। এব্যাপারে প্রশান্ত কিশোরের সঙ্গে সাক্ষাতের কথাও বলা হয়। এরপর কার্যত প্রশান্ত কিশোরের টিমকে ঘর থেকে বের করে দেওয়া হয়। জলপাইগুড়ির প্রাক্তন সাংসদ মহেন্দ্রকুমার রায়কেও প্রশান্ত কিশোরের টিম বিরক্ত করছে বলে অভিযোগ উঠেছে।

গ্রামের কৃষকদের তাড়া প্রশান্তের বাহিনীকে

গ্রামের কৃষকদের তাড়া প্রশান্তের বাহিনীকে

সৎ নেতার খোঁজে ঘুরে বেড়াচ্ছে প্রশান্ত কিশোরের বাহিনী। সেই বাহিনীকেই তাড়া ধূপগুড়ির গাদং ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজি পাড়ায়। মাঠে কাজ করা কৃষকরা তাড়া করেন পিকের ভিন রাজ্যের বাহিনীকে। এলাক কৃষক চিন্তামোহন রায়কে গত কয়েক সপ্তাহ ধরে ফোন করছিলেন নিজেকে রবীন্দ্রপ্রতাপ সিং বলে পরিচয় দেওয়া এক ব্যক্তি। তিনি নিজেকে প্রশান্ত কিশোরের জলপাইগুড়ির জেলার দায়িত্বপ্রাপ্ত বলে দাবি করেছেন। এই রবীন্দ্রপ্রতাপই পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাধিপতি চিন্তামোহন রায়কে নানা অফার দেন বলে অভিযোগ।
এই টিমের গ্রামে আসার খবর ছড়িয়ে পড়তেই তাড়া করেন গ্রামের কৃষকরা।

প্রস্তাব ডিওয়াইএফআই-এর আদিবাসী নেতাকে

প্রস্তাব ডিওয়াইএফআই-এর আদিবাসী নেতাকে

প্রশান্ত কিশোরের বাহিনী শালবাড়িতে ডিওয়াইএফআই-এর আদিবাসী নেতাকেও দলবদলের প্রস্তাব দেয় বলে জানা গিয়েছে। যদিও এক্ষেত্রে স্থানীয় বাধায় পিকের টিম ফিরে যেতে বাধ্য হয়।

English summary
CPM MLA Rafikul Islam says some people came in a car to his house in the name of Prashant Kishor team
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X