For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিচারব্যবস্থার নিরপেক্ষতাই প্রশ্নে, প্রধান বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্টের দাবি ইয়েচুরির

প্রধান বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট দাবি করলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি এর আগেও দেশের বিচারব্যবস্থায় অস্থিরতা নিয়ে সরব হয়েছিলেন।

  • |
Google Oneindia Bengali News

দেশের প্রধান বিচারপতি দীপক মিশ্রের কর্তৃত্বকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের চার বিচারপতি। এবার একধাপ এগিয়ে প্রধান বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট দাবি করলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি এর আগেও দেশের বিচারব্যবস্থায় অস্থিরতা নিয়ে সরব হয়েছিলেন। এবার সংসদের পরবর্তী অধিবেশনে প্রধান বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্টের বিষয়ে জোটবদ্ধ লড়াইয়ের ডাক দেন তিনি।

বিচারব্যবস্থার নিরপেক্ষতাই প্রশ্নে, প্রধান বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্টের দাবি ইয়েচুরির

প্রধান বিচারপতি দীপক মিশ্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন চারজন বিচারপতি। অভিযোগ উঠেছিল প্রধান বিচারপতি তাঁর মর্জিমাফিক বিভিন্ন বেঞ্চে মামলা পাঠান। এটি আদালতের নিয়ম-কানুনকে লঙ্ঘন করছে। তার বিরুদ্ধেই বিচারপতিরা গর্জে উঠেছিলেন। এবার প্রধান বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্টর দাবি ওঠায় অন্য মাত্রা পেতে চলেছে বিষয়টি।

সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, বিচার-ব্যবস্থায় এহেন ঘটনা আদৌ সমর্থনযোগ্য নয়। এই ঘটনা গণতন্ত্রের পরিপন্থী। আদালতের নিয়মকানুন মানা না হলে ভারতে গণতন্ত্র টিকবে না। সেখানে প্রধান বিচারপতির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখা জরুরি। সেই কারণেই প্রধান বিচারপতির ইমপিচমেন্টের দাবি তুললেন তিনি।

বিচারপতি চেলামেশ্বর, বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি মদল লকুর ও বিতারপতি কুরিয়ান জোসেফ যে দাবি করেছেন, তা ভারতের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। সিপিএমের সাধারণ সম্পাদক বলেন, দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বিরুদ্ধে অসন্তোষ, আদৌ দেশের পক্ষে ভালো লক্ষণ নয়।

সীতারাম ইয়েচুরির মতে, আদালতে বিচার-ব্যবস্থার পরিচালনায় নিরপেক্ষতা যাতে ক্ষুণ্ণ না হয়, সেদিকে গুরুত্ব দেওয়া উচিত সর্বাগ্রে। কিন্তু যে নজিরবিহীন ঘটনা ঘটল, তারপর বিচার-ব্যবস্থায় নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়তে বাধ্য। তাই প্রধান বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট হওয়া দরকার।

আসন্ন অধিবেশনে সংসদের উভয়কক্ষেই সেই দাবি তোলা হবে। ইতিমধ্যেই এই ভাবনা শুরু হয়েছে। ইয়েচুরি জানান, বিরোধীদের সঙ্গে জোটবদ্ধ লড়াইয়ের জন্য কথাবার্তা চলছে। আগামী ২৯ জানুয়ারি সংসদ অধিবেশন শুরু হলেই সংসদে দেশের বিচারব্যবস্থা নিয়ে সরকার পক্ষ ও বিরোধী পক্ষ সম্মুখ সমরে নামতে চলেছে।

English summary
CPM General Secretary Sitaram Yechuri demands impeachment motion against Chief Justice of Supreme Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X