For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলের নেতাদের সবুজ সংকেত! বাংলায় বাম, কংগ্রেস জোটে স্বীকৃতি সিপিএম পলিটব্যুরোর

কেরলের নেতাদের সবুজ সংকেত! বাংলায় বাম, কংগ্রেস জোটে স্বীকৃতি সিপিএম পলিটব্যুরোর

  • |
Google Oneindia Bengali News

২০২১-এর নির্বাচনে বাংলায় বাংলায় বাম কংগ্রেস জোটে আপাতত কোনও বাধা রইল না। সোমবার পলিটব্যুরোর বৈঠকে কেরলের সিপিএম-এর তরফ থেকে বাংলার নেতাদের অবস্থানকে সমর্থন জানানো হয়। ফলে জোট প্রস্তাব পলিটব্যুরোতে অনুমোদন পেয়েছে। এদিকে সিপিএম-এর পলিটব্যুরোর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী।

জোট নিয়ে সিপিএম-এ আদর্শগত সংঘাত

জোট নিয়ে সিপিএম-এ আদর্শগত সংঘাত

কংগ্রেসের সঙ্গে জোট করা নিয়ে সিপিএম-এ আদর্শগত সংঘাত দীর্ঘদিনের। ২০১৬-র বিধানসভা নির্বাচনের আগে বাংলার সিপিএম-এর তরফে এই ব্যাপারে প্রস্তাব দেওয়া হলেও কেন্দ্রীয় নেতৃত্ব তা বাতিল করে দেয়।
সেই সময় কেরল লবির বাধাতেই তা বাতিল হয়ে যায়।

 বাংলায় জোট অনিবার্য

বাংলায় জোট অনিবার্য

কিন্তু এবারের পরিস্থিতি বিবেচনা করে কেরল লবিই বাংলায় দলের অবস্থানকে সমর্থন করেছে। বর্তমান পরিস্থিতি আলোচনা করে সিপিএম নেতৃত্ব বুঝতে পেরেছে এবার জোট অনিবার্য। এব্যাপারে বাংলার সিপিএম নেতৃত্বের তরফে পলিটব্যুরোর বৈঠকে প্রস্তাব দেওয়া হয়। সিপিএম-এর কেরল লবি সেই প্রস্তাবকে সমর্থন করে।

সিপিএম পলিটব্যুরোর অবস্থান

সিপিএম পলিটব্যুরোর অবস্থান

সূত্রের খবর অনুযায়ী, সিপিএম পলিটব্যুরো অবস্থান হল, বর্তমান পরিস্থিতিতে দল কংগ্রেসের সঙ্গে জোট করতে পারে। কেননা সেখানে আর কোনও বিকল্প নেই। কেননা সিপিএম আগেই বুঝতে পেরেছিল এর থেকে অন্য কোনও রাজনৈতিক বিকল্প নেই। সেই জন্যই অবস্থানের পরিবর্তন।

কেন্দ্রীয় কমিটির বৈঠকে চূড়ান্ত অনুমোদন

কেন্দ্রীয় কমিটির বৈঠকে চূড়ান্ত অনুমোদন

তবে এব্যাপারে সিপিএম-এর কেন্দ্রীয় কমিটি চূড়ান্ত অনুমোদন দেবে। আগামী ৩০ ও ৩১ অক্টোবর কেন্দ্রীয় কমিটির বৈঠক বসছে। বর্তমান পরিস্থিতিতে সিপিএম-এর কেন্দ্রীয় নেতৃত্ব পলিটব্যুরোর সিদ্ধান্তকে অনুমোদন দেবে বলেই ধরে নেওয়া হচ্ছে।

 পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন

২০১৬-র বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসই ছিল প্রধান শত্রু। কিন্তু পরবর্তী সময়ে ২০১৯-এর নির্বাচনে বিজেপির রাজ্যে অনেকটাই রাজনৈতিক পরিসর দখল করে নিয়েছে। বেশিরভাগই বামেদের ক্ষয় করে। ফলে সিপিএম কংগ্রেসের সমর্থন চেয়েছে।

স্বাগত জানিয়েছেন অধীর

স্বাগত জানিয়েছেন অধীর

এদিকে বাংলায় বাম কংগ্রেস জোট নিয়ে পলিটব্যুরোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি কয়েকদিন আগেই অবশ্য বাম কংগ্রেসের জোটের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ছিলেন। তিনি বলেছিলেন, বাম ও কংগ্রেস জোট এই বাংলার তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করে সরকার গঠন করবার লক্ষ্যে এগিয়ে যাবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেছিলেন, রাজ্যে জোট নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। বাম ও কংগ্রেসের বন্ধুরের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, অপপ্রচারে কান দেবেন না।

 কলকাতা-সহ জেলাগুলিতে নামছে তাপমাত্রা! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্টে কোন সতর্কবার্তা কলকাতা-সহ জেলাগুলিতে নামছে তাপমাত্রা! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্টে কোন সতর্কবার্তা

English summary
CPIM politburo gives green signal to the Left and Congress jote in West bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X