For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন নীতি চাইছে দেশ! ব্রিগেডের দিনে 'ভিন্ন' বার্তা সীতারামের

বাংলা থেকে দিদি আর দিল্লি থেকে মোদীকে হঠাতে হবে। উত্তর দিনাজপুরের দাড়িভিটে এই আহ্বান জানালেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

  • |
Google Oneindia Bengali News

বাংলা থেকে দিদি আর দিল্লি থেকে মোদীকে হঠাতে হবে। উত্তর দিনাজপুরের দাড়িভিটে এই আহ্বান জানালেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। ডিওয়াইএফআই-এর ডাকা সমাবেশে, তিনি বলেন, আগে নিজের নিজের জায়গায় ভোটে জিতে আসুন। পরে জোটবদ্ধ হয়ে বিকল্প সরকার গড়া যাবে।

নতুন নেতা নয়, নতুন নীতি

নতুন নেতা নয়, নতুন নীতি

বাংলাদেশ সীমান্ত লাগোয়া দাড়িভিট স্কুলের অদূরে সমাবেশে সিপিএম সাধারণ সম্পাদক বলেন, কলকাতায় তৃণমূল কংগ্রেসের সভায় অনেক নেতা এসেছেন সারা দেশ থেকে। কিন্তু বিকল্পের কথা বলেছেন কেউ? প্রশ্ন করেন ইয়েচুরি। তিনি বলেন, দেশ নতুন নেতা চাইছে না, নতুন নীতি চাইছে। কৃষক ফসলের
দাম চাইছেন, নতুন কর্মসংস্থানের সুযোগ চাইছেন বেকাররা।

সীতারামের প্রশ্ন

সীতারামের প্রশ্ন

সমাবেশে সীতারাম ইয়েচুরি প্রশ্ন করেন, উত্তরপ্রদেশে তৃণমূলের কটা ভোট আছে। অন্যদিকে, কলকাতায় অখিলেশ যাদবের কটা ভোট আছে, প্রশ্ন করেন ইয়েচুরি।

পশ্চিমবঙ্গে কী ভাবে গণতন্ত্র রক্ষা

পশ্চিমবঙ্গে কী ভাবে গণতন্ত্র রক্ষা

দাড়িভিটে সীতারাম ইয়েচুরি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেড থেকে বলছেন দেশে গণতন্ত্র রক্ষার কথা। কিন্তু পশ্চিমবঙ্গে গণতন্ত্র খুন করে কীভাবে গণতন্ত্র রক্ষা করা সম্ভব, সেই প্রশ্ন তোলেন তিনি। সীতারাম বলেন, মোদী দিল্লিতে যা করছেন, দিদি পশ্চিমবঙ্গে তাই করছেন।

বিজেপি তৃণমূলে লুঠের ফারাক নেই

বিজেপি তৃণমূলে লুঠের ফারাক নেই

সীতারাম ইয়েচুরি বলেন, বিজেপি আর তৃণমূলে লুঠের ফারাক নেই। নরেন্দ্র মোদী বিদেশে গিয়ে পছন্দের শিল্পপতিকে যুদ্ধ বিমানের বরাত পাইয়ে দিচ্ছেন। সেই টাকা ঘুরপথে ঢুকছে বিজেপির তহবিলে। অন্যদিকে পশ্চিমবঙ্গে সারদা, রোজভ্যালির টাকা ঢুকেছে শাসকদলের পকেটে।

২০০৪-এর মতো বিকল্প ২০১৯

২০০৪-এর মতো বিকল্প ২০১৯

সীতারাম ইয়েচুরি বলেছেন, ২০০৩-০৪ সালে প্রশ্ন উঠেছিল বায়পেয়ীর বিকল্প কে। ২০০৪-এ লোকসভা নির্বাচনের পর যেমন বিকল্প জোট গঠন করে ইউপিএ সরকার গঠন করা হয়েছিল , তেমনই ২০১৯-এর ভোটের পর বিকল্প আসবে।

কংগ্রেসের দিকেও নজর

কংগ্রেসের দিকেও নজর

সীতারাম ইয়েচুরি বলেন, নজর রাখা হচ্ছে কংগ্রেসের দিকেও। ব্রিগেডের সভায় কংগ্রেসের দুই শীর্ষনেতার উপস্থিতির কথা উল্লেখ করে সীতারাম ইয়েচুরি বলেন, কংগ্রেস আগে কী করছে আগে সেটা দেখা যাক। তারপর ঠিক করা হবে।

১৯ জানুয়ারি উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিটে সভার জন্য অনুমতি চেয়েছিল সিপিএম। আগেই জানানো হয়েছিল সেই সভায় উপস্থিত থাকবেন সীতারাম ইয়েচুরি এবং মহম্মদ সেলিম। সেই সভার অনুমতি দেয়নি প্রশাসন। এরপর দাড়িভিট লাগোয়া দলঞ্চা নদীর পাড়ে গঙ্গাময়লায় এক সিপিএম সমর্থকের জমিতে এদিনের সভার আয়োজন করা হয়েছিল।

English summary
Country need New Policy not new leader, claims CPIM Leader Sitaram Yechury
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X