For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫ পুরসভায় ভোটগ্রহণ, আপাতত শান্তিপূর্ণই

Google Oneindia Bengali News

৫ পুরসভায় ভোটগ্রহণ, আপাতত শান্তিপূর্ণই
পশ্চিমবঙ্গ, ২২ নভেম্বর : রাজ্যের ৫টি পুরসভায় ভোটগ্রহণ শুরু হল। কড়া নিরাপত্তার মধ্য দিয়েই সকাল থেকে ১৪৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। পাঁচ পুরসভা কেন্দ্র হল হাওড়া,বহরমপুর,কৃষ্ণনগর, ঝাড়গ্রাম ও মেদিনীপুর। এছাড়াও রাজ্যের ২৩টি পুরসভার ২৯টি ওয়ার্ডে উপনির্বাচন। এবারের ভোটদাতাদের সংখ্যা ১৩ লক্ষ ৬৫ হাজার ২৮০ জন।

সকাল ৯টা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে শান্তিপূর্ণভাবেই। শতকরা হারে হাওড়ায় ভোট পড়েছে ১৮.৪৭,বহরমপুরে ২১.২৪, কৃষ্ণনগরে ২১.৫৪, ঝাড়গ্রামে ২১.০৮ ও মেদিনীপুরে ২০.০৬ । দুএকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া অপ্রিয় কোনও ঘটনা ঘটেনি।

পুরসভা নির্বাচনের হাই প্রোফাইল কেন্দ্রগুলির মধ্যে রয়েছে বামেদের দখলে থাকা হাওড়া পুরসভা। এবং কংগ্রেস তথা অধীর চৌধুরির খাসতালুক বহরমপুর পুরসভা। গত নির্বাচনে বহরমপুর পুরবোর্ডের ২৫টি আসনই ছিল কংগ্রেসের দখলে। এবার আসনসংখ্যা বেড়ে হয়েছে ২৮। বহরমপুরের ভোটার সংখ্যা ১ লক্ষ ১২ হাজারের মতো। কিন্তু যাই হোক না কেন বহরমপুর যে ফের কংগ্রেসের দখলেই আসছে তা নিয়ে একপ্রকার নিশ্চিত অধীর বাহিনী। যদিও কংগ্রেসের এই আত্মবিশ্বাসকে খুব একটা পাত্তা দিতে রাজি নয় ঘাস-ফুল দল।

এদিকে ৩৪ বছর শাসনে থাকা বামদলের যা শোচনীয় অবস্থা তাতে পাঁচটার মধ্যে একটা পুরসভাও দখলে আনার ফাঁকা আওয়াটুকু করার সাহসও হারিয়েছেন তাঁরা। তাঁদের দখলে থাকা হাওড়া পুরসভাটাও যে এবার হাতছাড়া হতে বসেছে তা আঁছ করতে পেরেছে বাম নেতৃত্ব। তাই তো একেবারেই 'স্পিকটি নট'।

English summary
Corporation election in wb started, till now its peaceful
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X