For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা-উত্তর ২৪ পরগনা তো উদ্বেগ বাড়াচ্ছেই, করোনা সংক্রমণে অন্য জেলার কী পরিস্থিতি

বাংলায় করোনা সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনক হারে। তার মধ্যে সবথেকে উদ্বেগজনক পরিস্থিতি কলকাতা ও উত্তর ২৪ পরগনার। কলকাতায় পর পর তিনদিন ৬০০ ছাড়িয়ে গেল সংক্রমণ।

Google Oneindia Bengali News

বাংলায় করোনা সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনক হারে। তার মধ্যে সবথেকে উদ্বেগজনক পরিস্থিতি কলকাতা ও উত্তর ২৪ পরগনার। কলকাতায় পর পর তিনদিন ৬০০ ছাড়িয়ে গেল সংক্রমণ। করোনা পরিসংখ্যানে কলকাতার পাশাপাশি জেলার পরিস্থিতিও ভয়ানক হচ্ছে দিনদিন। কেননা উদ্বেগ বাড়িয়ে এদিনও আক্রান্তের সংখ্যা ভেঙে দিয়েছে আগের সব রেকর্ড।

কলকাতায় রেকর্ড সংক্রমণ

কলকাতায় রেকর্ড সংক্রমণ

রবিবার বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২২৮২। এর মধ্যে শুধু কলকাতায় আক্রান্ত হয়েছেন ৬৪৫ জন, গতকালের তুলনায় কলকাতার সংক্রমণ আংশিক কম। আক্রান্তের সংখ্যায় দিন দিন উদ্বেগ আরও বাড়ছে। কলকাতায় মৃত্যুও বেড়েছে আশঙ্কাজনক হারে। এদিন করোনার হানায় মৃত্যু হয়েছে ৩৫ জনের।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

রবিবার কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩৯৮৯ জন। এদিন ৬৪৫ জন আক্রান্ত হয়েছেন শহরে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৯২ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৬ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন ৭৮৮৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৫৫০৯ জন।

উত্তর ২৪ পরগনা ও হাওড়া

উত্তর ২৪ পরগনা ও হাওড়া

উত্তর ২৪ পরগনা জেলায় এখান পর্যন্ত আক্রান্ত ৯১৫০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৭৪ জন। মৃত্যু হয়েছে মোট ২২১ জনের। এদিন মৃত্যু হয়েছে ৮ জনের। হাওড়ায় আক্রান্ত ৫৩১৯। এদিন আক্রান্ত হয়েছেন ২১৩ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৫২ জন। এদিন মৃত্যু হয়েছে ৭ জনের।

অন্যান্য জেলায় করোনায় হানা

অন্যান্য জেলায় করোনায় হানা

দক্ষিণ ২৪ পরগনায় ১৬৪ জন বেড়ে হয়েছে ৩৪০৪। হুগলিতে ১৮১ জন বেড়ে আক্রান্ত ২২২৪ জন। মালদহে ৮১ জন বেড়ে আক্রান্ত ১৭৯৬। দার্জিলিংয়েও ৪৩ জন বেড়ে আক্রান্ত ১৩৪৫ জন। এছাড়া আলিপুরদুয়ারে ২১৯, কোচবিহারে ৪০৬, কালিম্পংয়ে ৬৪, জলপাইগুড়ি ৮০৬, উত্তর দিনাজপুর ৬৩৯, দক্ষিণ দিনাজপুর ৮০২, মুর্শিদাবাদ ৫৩০, নদিয়া ৬০০, বীরভূম ৩৬৫, পুরুলিয়া ১২৩, বাঁকুড়া ৩৮৯, ঝাড়গ্রাম ২৮, পশ্চিম মেদিনীপুর ৭৮৬, পূর্ব মেদিনীপুর ৯০২, পূর্ব বর্ধমান ৪৩৬, পশ্চিম বর্ধমান ৩৮১, আর অন্য রাজ্যের বাসিন্দা ৬৬ জন আক্রান্ত হন।

English summary
Coronavirus increases anxiety in districts except Kolkata also. Coronavirus affected in Kolkata almost 650 hundred in one day.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X