For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দার্জিলিং-উত্তর ২৪ পরগনা ছাড়া সব জেলায় সংক্রমণ ৫০-এর কম, সক্রিয় হাজারের নিচে

দার্জিলিং-উত্তর ২৪ পরগনা ছাড়া সব জেলায় সংক্রমণ ৫০-এর কম, সক্রিয় হাজারের নিচে

Google Oneindia Bengali News

দার্জিলিং-উত্তর ২৪ পরগনা জেলায় করোনার দৈনিক সংক্রমণ ৫০-এর উপরে। বাকি ২১ জেলায় করোনার দৈনিক সংক্রমণ ৫০-এর কম। সক্রিয়ের সংখ্যাও শুধু ওই দুই জেলায় হাজারের উপরে। উত্তর ২৪ পরগনায় প্রথম থেকেই করোনার গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী। সম্প্রতি করোনার সেকেন্ড ওয়েভে দার্জিলিংয়েও সংক্রমণের বাড়বাড়ন্ত!

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭০০-এর নিচে। বাংলায় ৬৫৭ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৪৬ জন। উত্তর ২৪ পরগনায় ৮৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনার পর রয়েছে দার্জিলিং। সেখানে ৬৪ জন সংক্রমিত হয়েছেন একদিনে।

 একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১০১১১। এদিন কলকাতায় ৪৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৯৬৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৪৪৩৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৭০৬ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৭২ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩১৮৬৮২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৪ জন। মৃত্যু হয়েছে মোট ৪৫৫৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১২৮৭১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৫৩ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯৪ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৩৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৫৭৯৯ জন। হাওড়ায় আক্রান্ত ৯৪৩১৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৮ জন। হুগলিতে ৪১ জন বেড়ে আক্রান্ত ৮১৪৯০ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ২১ জন, কোচবিহারে ৩৯ জন, দার্জিলিংয়ে ৬৪ জন, কালিম্পংয়ে ১৭ জন, জলপাইগুড়িতে ৩৫ জন, উত্তর দিনাজপুরে ৩ জন, দক্ষিণ দিনাজপুরে ৫ জন, মালদহে ১ জন, মুর্শিদাবাদে ২ জন, নদিয়ায় ৪৯ জন, বীরভূমে ৫ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ৩৪ জন, ঝাড়গ্রামে ২২ জন, পশ্চিম মেদিনীপুরে ৩৬ জন, পূর্ব মেদিনীপুরে ৪৪ জন, পূর্ব বর্ধমানে ২৪ জন, পশ্চিম বর্ধমানে ১৩ জন আক্রান্ত হয়েছেন এদিন। দার্জিলংয়ে সক্রিয়ের সংখ্যা ১২৪৫। এদিন ৯ জন বেড়েছে সক্রিয়ের সংখ্যা।

English summary
Coronavirus daily infection decreased below fifty all districts except North 24 pargana and Darjeeling
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X