বাংলার ১৪ জেলায় করোনা সংক্রমণ ১০-র নিচে, সক্রিয় কমল ১৬ জেলায়, একনজরে পরিসংখ্যান
বাংলার ১৪ জেলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১০-র নিচে নেমে গেল। এর পাশাপাশি সক্রিয় কমল ১৬ জেলায়। সোমবারের করোনার পরিসংখ্যান ফের স্বস্তি ছবি ধরা পড়ল বাংলায়। কলকাতার সংক্রমণ ১৫০-র কাছাকাছি আর উত্তর ২৪ পরগনার ৫০-এর উপরে। শহরতলির বাকি জেলাগুলিতে সংক্রমণ ২০ থেকে ৪০-এর মধ্যে। বাদ বাকি জেলায় করোনা উদ্বেগ কমেছে। ৮ জেলায় সক্রিয় নেমে গিয়েছে ১০০-র নিচে। চার জেলায় সংক্রমণ ৫০-এর নিচে।


কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়
কলকাতায় সক্রিয়ের সংখ্যা ২৩০০ ছুঁতে চলেছে ফের। এদিন সক্রিয়ের সংখ্যা ১৬ জন বেড়ে ২২৯১-এ পৌঁছে গেল। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন ১৬ কমে এদিন ১৩৩৩ হয়েছে। হাওড়ার করোনা সক্রিয় ৪৬৮। হুগলির করোনা সক্রিয়ও ৫৫৭ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ৭ জন কমে ৫৩৮ হয়েছে। বাকি ১৮ জেলার মধ্যে সর্বোচ্চ করোনা সক্রিয় ৩২৮ নদিয়ায়। সর্বনিম্ন ২০ কালিম্পংয়ে। ১০০-র নিচে করোনা সক্রিয় ৮ জেলায়। ৬ জেলায় ১০০-র উপরে। আর ২০০-র উপরে ৩ জেলায়। ৩০০-র উপরে ১ জেলায়।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪১৪। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৪৫ জন। উত্তর ২৪ পরগনায় ৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতার দৈনিক সংক্রমণ এদিন ১৫০-এর সামান্য নিচে। উত্তর ২৪ পরগনার সংকর্মণ এদিনও ১০০-র নিচে।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩৩২৪০৩। এদিন কলকাতায় ১৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫২৯০ জনের। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৪৮২২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২২৯১ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১২৮ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৩৫৫৬৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬২ জন। মৃত্যু হয়েছে মোট ৪৯৯৭ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৯১৩৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩৩৩ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৭৬ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ২৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১০৩৭০৭ জন। হাওড়ায় আক্রান্ত ১০১২৩৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৩ জন। হুগলিতে ২৮ জন বেড়ে আক্রান্ত ৮৮৯৯২ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ১ জন, কোচবিহারে ৩ জন, দার্জিলিংয়ে ৯ জন, কালিম্পংয়ে ১ জন, জলপাইগুড়িতে ১৩ জন, উত্তর দিনাজপুরে ৩ জন, দক্ষিণ দিনাজপুরে ৬ জন, মালদহে ২ জন, মুর্শিদাবাদে ৫ জন, নদিয়ায় ২৬ জন, বীরভূমে ১০ জন, পুরুলিয়ায় ৩ জন, বাঁকুড়ায় ৪ জন, ঝাড়গ্রামে ৪ জন, পশ্চিম মেদিনীপুরে ৮ জন, পূর্ব মেদিনীপুরে ২ জন, পূর্ব বর্ধমানে ৭ জন, পশ্চিম বর্ধমানে ১৪ জন আক্রান্ত হয়েছেন এদিন।