For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় করোনার গ্রাফ নিম্নমুখী, দ্রুত কমছে সংক্রমণের হার ও সক্রিয়, মৃত্যু নিয়েই চিন্তা

তৃতীয় ঢেউয়ের মধ্যেই বাংলায় করোনার গ্রাফ নিম্নমুখী হয়েছে। দ্রুত কমছে সংক্রমণের হার ও সক্রিয়ের সংখ্যা। তবে মৃত্যু নিয়ে উদ্বেগ বাড়ছে প্রতিদিনই। টানা ১১ দিন ৩০-এর উপরে মৃত্যু হয়েছে করোনায়।

Google Oneindia Bengali News

তৃতীয় ঢেউয়ের মধ্যেই বাংলায় করোনার গ্রাফ নিম্নমুখী হয়েছে। দ্রুত কমছে সংক্রমণের হার ও সক্রিয়ের সংখ্যা। তবে মৃত্যু নিয়ে উদ্বেগ বাড়ছে প্রতিদিনই। টানা ১১ দিন ৩০-এর উপরে মৃত্যু হয়েছে করোনায়। তবে বাংলায় করোনা সক্রিয় নেমে ৮০ হাজার হয়েছে। মঙ্গলবার করোনামুক্ত হয়েছেন ১৮ হাজারেরও বেশি। ফলে সক্রিয়ের হার যেমন কমেছে, তেমনই টেস্ট ১০ হাজার বাড়ানোর পরও সংক্রমণের সংখ্যাও কমেছে, কমেছে সংক্রমণের হারও।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৪৯৪। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৭৩ হাজার ৭০৬ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০৪১১। এদিন মৃত্যু হয়েছে ৩৬ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার ৭.১২ শতাংশ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৯ লক্ষ ৭৩ হাজার ৭০৬ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৮০ হাজার ১৬৮ জন। এদিন ১৪৩৬৭ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৪৪৯৪ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৮৮২৫ জন। মোট করোনা মুক্ত হলেন ১৮ লক্ষ ৭৩ হাজার ৭০৬ জন। সুস্থতার রেট হয়েছে ৯৪.৯১ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ২৮ লক্ষ ৯৪ হাজার ২৬৮। ১৫৯টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২৫৪৩৮১। এদিন টেস্টিং হয়েছে ৬৩১২৩ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ৭.১২ শতাংশ।

করোনার টিকাদান

করোনার টিকাদান

এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৭ লক্ষ ২৪ হাজার ৪৭৪ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৮৩ হাজার ২১। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ লক্ষ ৮২ হাজার ৫৫৫ জন। বুস্টার ডোজ পেয়েছেন ৫৮ হাজার ৯৯৮। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ১১ কোটি ৭৬ লক্ষ ৪০ হাজার ৫৫৯ জনের। প্রথম ডোজ ৬ কোটি ৮৬ লক্ষ ৮৩ হাজার ৭১৫ জনের। আর দ্বিতীয় ডোজ ৪ কোটি ৮৩ লক্ষ ৩০ হাজার ৯৩১ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ৬ লক্ষ ২৫ হাজার ৯১৩।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৪৪১৬৫২ এদিন ৫৯১ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩৯৭২৯১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৮৩ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৪২৩ জন বেড়ে হয়েছে ১২৪৪৮৬। হাওড়ায় আক্রান্ত ১২৩৬৩৩ এদিন আক্রান্ত হয়েছেন ১৪৪ জন। হুগলিতে ২০৯ জন বেড়ে আক্রান্ত ১০৬১২৭ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

মঙ্গলবারের করোনা বুলেটিন অনুযায়ী কলকাতা সবার উপরে। উত্তর ২৪ পরগনার দৈনিক করোনা সংক্রমণ কলকাতার সমান প্রায়। কলকাতার সংক্রমণ গতদিনের তুলনায় একটু বেড়ে ৫০০-র উপরে। আর উত্তর ২৪ পরগনা একটু কমে ৬০০-র নিচে। হাওড়া ও হুগলির সংক্রমণ ২০০-র আশেপাশে থাকলেও দক্ষিণ ২৪ পরগনার করোনা সংক্রমণ ৪০০-র উপরে উঠেছে এদিন। সবথেকে কম সংক্রমণ ৩৬ জন কালিম্পংয়ে।

English summary
Coronavirus daily cases and active cases decreased quickly in West Bengal. Coronavirus positivity rate 7 percent.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X