For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চুক্তিভিত্তিক শিক্ষকদের বড় জয় হাইকোর্টে! 'চাপ বাড়ল' তৃণমূল সরকারের

হাইকোর্টের রায়ে বড় জয় রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের। এদিন নির্দেশে হাইকোর্ট জানিয়েছে, স্থায়ী শিক্ষকদের ন্যুনতম বেসিক পে চুক্তিভিত্তিকশিক্ষকদের দিতে হবে।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

হাইকোর্টের রায়ে বড় জয় রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের। এদিন নির্দেশে হাইকোর্ট জানিয়েছে, স্থায়ী শিক্ষকদের ন্যুনতম বেসিক পে চুক্তিভিত্তিক শিক্ষকদের দিতে হবে। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। তবে এই নির্দেশ শুধু মাত্র মামলাকারী শিক্ষকদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের জন্য সুখবর

চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের জন্য সুখবর

রাজ্যের চুক্তি ভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের জন্য সুখবর। এদিন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন, স্থায়ী শিক্ষকদের ন্যুনতম বেসিক পে
চুক্তিভিত্তিক শিক্ষকদের দিতে হবে। হাইকোর্ট কার্যত চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বেধে দিল।

শিক্ষাকর্মীদের জন্য একই নির্দেশ লাগু

শিক্ষাকর্মীদের জন্য একই নির্দেশ লাগু

শুধু শিক্ষক শিক্ষিকাদের জন্যই নয়,চুক্তিভিত্তিক অন্য শিক্ষাকর্মীদের জন্য এই নির্দেশ লাগু হবে বলে জানা গিয়েছে।

২০১৪ থেকে মামলার শুনানি

২০১৪ থেকে মামলার শুনানি

এই মামলার শুনানিতে মামলাকারি অনির্বাণ ঘোষ, বরুণ কুমার ঘোষ সহ ১১ জন মামলাকারীর আইনজীবী অর্জুন রায়চৌধুরী ও পার্থপ্রতিম দত্তরা জানান, ২০০৮ সালে রাজ্য সরকার রাজ্যের স্কুল গুলোতে ক্যাসুয়াল টিচার বা চুক্তভিত্তিক শিক্ষক নিয়োগ করা যাবে বলে বিজ্ঞপ্তি জারি করেছিল।সেই রাজ্যের স্কুল গুলোতে প্রায় ৯০০ চুক্তি ভিত্তিক শিক্ষক নিয়োগ করা হয়েছিল। সরকারি নিয়ম মতো প্রত্যেকটি ৮০ জন ছাত্র পিছু একজন শিক্ষক থাকার কথা। কিন্তু রাজ্যের স্কুল গুলোতে সেই হারে শিক্ষক না থাকায় স্থায়ী শিক্ষক দের সহযোগিতার জন্য চুক্তি ভিত্তিক শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নেয় রাজ্য। চুক্তি অনুযায়ী এই শিক্ষকদের দিনে ৪ টে ক্লাস করার কথা।কিন্তু শিক্ষকদের দাবি নিয়োগের পর থেকেই স্থায়ী শিক্ষকদের সম পরিমাণ কাজ করতে হচ্ছে তাদের। কিন্তু বেতনের ক্ষেত্রে বিস্তর ফারাক। স্থায়ীদের মতোই বেতনের দাবিতে ২০১৪ সাল থেকে হাইকোর্টে মামলা চলছিল। চুক্তিভিত্তিক শিক্ষকদের
অভিযোগ ছিল স্থায়ীদের মতোই কাজ করতে হলেও, তাঁদের বেতন প্রায় তিনগুণ কম।

English summary
Contractual School teachers will get basic pay of parmanent staffs, ordered by HC. The case was in the HC from 2014.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X