For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাকে পাল্টা জবাব সোমেন মিত্রের! স্মরণে আনলেন ২০০৪ সালের কথা

রাজ্যে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামতে চলেছে কংগ্রেস। সঙ্গে নিচ্ছে বামেদের। অভিন্ন ন্যূনতম কর্মসূচি তৈরি করে পুজোর পরেই রাস্তায় নামতে চলেছে কংগ্রেস।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামতে চলেছে কংগ্রেস। সঙ্গে নিচ্ছে বামেদের। অভিন্ন ন্যূনতম কর্মসূচি তৈরি করে পুজোর পরেই রাস্তায় নামতে চলেছে প্রদেশ কংগ্রেস। ঘোষণা করে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। প্রসঙ্গত ২০০৪ সালে অভিন্ন ন্যূনতম কর্মসূচি তৈরি করে ইউপিএ সরকারকে বাইরে থেকে সমর্থন দিয়েছিল বামেরা।

মমতার কটাক্ষ

মমতার কটাক্ষ

বৃহস্পতিবার এনআরসির বিরুদ্ধে সিঁথি থেকে শ্যামবাজার মিছিল করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে শ্যামবাজারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কংগ্রেস ওবামেদের শক্তি নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, রাজ্যে বাম কংগ্রেসের কোনও অস্তিত্ব নেই। তিনি দাবি করেছিলেন বিজেপিকে একমাত্র রুখতে পারে তৃণমূল।

জবাব সোমেনের

জবাব সোমেনের

মমতার কটাক্ষের দিনেই জবাব দেন সোমেন মিত্র। লোকসভা নির্বাচনে দেশ জুড়ে কংগ্রেসের বিপর্যয়ের পর রাজ্যে প্রথম বড় সমাবেশের আয়োজন করেছিল প্রদেশ কংগ্রেস। ধর্মতলায় এই সমাবেশেপ্রদেশ কংগ্রেস সভাপতি জানান, তারা একা লড়াই করতে পারবেন না। বামফ্রন্ট নেতৃত্বের সঙ্গে তারা কথা বলেছেন। আরও কথা হবে। অভিন্ন ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে আন্দোলন করা হবে। পুজোর পর থেকেই একসঙ্গেরাস্তায় নামবে বাম-কংগ্রেস।

স্বাগত সিপিএম-এর

স্বাগত সিপিএম-এর

সোমেন মিত্রের বক্তব্যকে স্বাগত জানিয়েছে সিপিএম। বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেছেন, সোমেন মিত্রের বক্তব্য স্বাগত। তাঁর দাবি রাজ্যের মানুষ তৃণমূলের ওপর আস্থা হারিয়েছে। পাশাপাশি
বিজেপিকেও মানুষ চিনতে পেরেছে। তাঁর মতে এই পরিস্থিতিতে বাম ও গণতান্ত্রিক শক্তি একমাত্র বিকল্প।

English summary
Congress will holds hand of Left in the state, says WBPCC president Somen Mitra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X