For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলে ভাঙন আসলে 'পোয়েটিক জাস্টিস', কটাক্ষ অধীর চৌধুরীর

কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলছেন, এই তৃণমূলে ভাঙন আসলে পোয়েটিক জাস্টিস।

  • |
Google Oneindia Bengali News

দুই দশকের কিছু বেশি সময় আগে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস গড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দলে যারা নেতা থেকে কর্মী তাঁদের সিংহভাগই কংগ্রেস থেক এসে দল ভরিয়েছেন। এবার তাঁরাই একে একে তৃণমূল ছেড়ে বিজেপি বা অন্য দলের পথে পা বাড়াচ্ছেন। ভাঙছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূলে ভাঙন আসলে পোয়েটিক জাস্টিস, কটাক্ষ অধীর চৌধুরীর

মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাঙনকে ততটা পাত্তা দিতে রাজি নন। দলের কিছু লোভী নেতা বিদায় হলে তিনি বেঁচে যান বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার পরও এদিন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। ওই এলাকায় অনেকটাই দুর্বল হয়ে গেল দল।

এই প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলছেন, এই তৃণমূলে ভাঙন আসলে পোয়েটিক জাস্টিস। অধীর টুইট করে বলেছেন, যে নোংরা রাজনৈতিক খেলায় দিদি কংগ্রেস ভাঙলেন, সেই খেলায় এবার দিদির দল ভাঙছে বিজেপি। এটা আসলে পোয়েটিক জাস্টিস। বলছেন অধীর চৌধুরী।

তাঁর কথায়, এই ঘটনা যে ঘটবে তা অনেকদিন আগেই তিনি বলেছিলেন। রাজনৈতিক পাপ মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়া করেছে বলেও মন্তব্য করেন অধীর।

[আরও পড়ুন:দল বদলেছেন অর্জুন, কী প্রতিক্রিয়া ব্যারাকপুরের সাংসদ দীনেশ ত্রিবেদীর ][আরও পড়ুন:দল বদলেছেন অর্জুন, কী প্রতিক্রিয়া ব্যারাকপুরের সাংসদ দীনেশ ত্রিবেদীর ]

পাশাপাশি কংগ্রেস প্রদেশ সভাপতি সোমেন মিত্রও বলেন, কংগ্রেস ভাঙিয়ে দল তৈরি করেছিল তৃণমূল। সেটাই ব্যুমেরাং হয়ে ফিরছে। তৃণমূলের ভাঙন যে অব্যাহত থাকবে তা বুঝিয়ে দিয়েছেন সোমেন মিত্রও।

[আরও পড়ুন: মমতার আশঙ্কার পরের দিনই অর্জুন সিংয়ের যোগ বিজেপিতে, আর কারা লাইনে ][আরও পড়ুন: মমতার আশঙ্কার পরের দিনই অর্জুন সিংয়ের যোগ বিজেপিতে, আর কারা লাইনে ]

English summary
Congress leader Adhir Chowdhury attacks Mamata Banerjee as TMC MLA Arjun Singh joins BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X