For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বামফ্রন্টের সঙ্গে জোট চাইছে না একাংশ, দ্বন্দ্ব মেটাতে পর্যবেক্ষক নিয়োগ কংগ্রেস হাইকমান্ডের

Google Oneindia Bengali News

চলতি বছরেই পশ্চিমবঙ্গ-সহ অসম কেরল, তামিলনাডু ও পুডুচেরিতে চলতি বছরের মাঝামাঝি সময় হতে চলেছে বিধানসভা নির্বাচন। এই লক্ষ্যে বিভিন্ন রাজ্যের জন্যে কেন্দ্রীয় পর্যেবেক্ষক নিযুক্ত করল কংগ্রেস। পশ্চিমবঙ্গে কংগ্রেসের তরফে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে বি কে হরিপ্রসাদ আলমগীর আলম ও পাঞ্জাব সরকারের মন্ত্রী বিজয় ইন্দ্র সিংলাকে। এই নেতাদের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রচার ও সহযোগী দলের সঙ্গে সমঝোতা ও ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছেন।

বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা চান না অনেকে!

বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা চান না অনেকে!

এদিকে জানা যায়, বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা হোক মোটেই চান না পুরুলিয়ার বাগমুন্ডির বিধায়ক নেপাল মাহাত। অথচ তাঁকেই বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতার কমিটিতে রাখা হয়েছে। এআইসিসির তরফে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত জিতিন প্রসাদ, আসন বণ্টনে বামফ্রন্টের সঙ্গে আলাপ-আলোচনার জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করেছেন।

কমিটির মাথায় অধীর চৌধুরী

কমিটির মাথায় অধীর চৌধুরী

জিতিন প্রসাদের তৈরি করে দেওযা সেই কমিটির মাথায় রাখা হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে। অধীর চৌধুরী বিরোধী হিসেবে পরিচিত আবদুল মান্নানও রয়েছেন সেই কমিটিতে। রাজ্যসভার কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য সহ নেপাল মাহাতকে রাকা হয়েছে সমন্বয় রক্ষা করার জন্য।

আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের অন্দরে চর্চা

আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের অন্দরে চর্চা

ইতিমধ্যেই কংগ্রেসের অন্দরে চর্চা শুরু হয়েছে বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা নিয়ে। আসন বণ্টনের সময় বাম-কংগ্রেস জোটে ফাটলের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন অনেকেই। ঘনিষ্ঠ মহলে নেপাল মাহাত নাকি জানিয়েছেন, জোট না করে কংগ্রেস যদি এককভাবে লড়াই করে তাহলে ভালো ফল হবে। কংগ্রেস কর্মীরাই বামফ্রন্টের জোট প্রার্থীদের ভোট দেবে না বলে মত তাঁর।

অধীর চৌধুরীর সঙ্গে ঠান্ডা লড়াই আব্দুল মান্নানের

অধীর চৌধুরীর সঙ্গে ঠান্ডা লড়াই আব্দুল মান্নানের

অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে ঠান্ডা লড়াই চলছে বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নানের। এককথায় জোটের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা দেখা দিয়েছে। এআইসিসি তথা রাজ্যের পর্যবেক্ষক জিতিন প্রসাদ যতই কমিটি গঠন করুন, এ রাজ্যের কংগ্রেস নেতাদের সিংহভাগই বামফ্রন্টের সঙ্গে জোট করতে নারাজ। আসন বণ্টনের সময় চূড়ান্ত মতানৈক্য তৈরি হবে বলে আশঙ্কা করছেন তাঁরা।

English summary
Congress High Command appoints three observers for West Bengal agead of 2021 Assembly election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X