For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আস্থা ভোটের আগে জটিলতা! গঙ্গারামপুরে 'নিখোঁজ' প্রায় অর্ধেক কাউন্সিলর

হাইকোর্টের নির্দেশে আস্থা ভোট শুরুর আগে জটিলতা তৈরি হয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে।

  • |
Google Oneindia Bengali News

হাইকোর্টের নির্দেশে আস্থা ভোট শুরুর আগে জটিলতা তৈরি হয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। সূত্রের খবর অনুযায়ী, নিখোঁজ পুরপ্রধান প্রশান্ত মিত্র, উপ পুরপ্রধান-সহ ৮ কাউন্সিলর। রবিবার রাত থেকে তাঁরা নিখোঁজ বলে জানা গিয়েছে। এর আগে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল পুরসভার ১০ কাউন্সিলরকে বালুরঘাটের এক হোটেলে বন্দি করে রাখা হয়েছে।

আস্থা ভোটের আগে জটিলতা! গঙ্গারামপুরে নিখোঁজ প্রায় অর্ধেক কাউন্সিলর

হাইকোর্টের নির্দেশে ৫ অগাস্ট যে গঙ্গারামপুরে আস্থা ভোট হবে, তা আগে থেকেই ঠিক ছিল। কিন্তু সেই দিনই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অনাস্থা সংক্রান্ত অপর একটি
মামলার শুনানি রয়েছে। ফলে তিনি উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন পুরপ্রধান প্রশান্ত মিত্র। তাঁর মতে যেহেতু হাইকোর্টে শুনানি রয়েছে অনাস্থা নিয়ে, তাই অনাস্থা নিয়ে বৈঠকে হাজির থাকার প্রশ্নই ওঠে না।

যদিও পুরপ্রধানের দাবি উড়িয়ে দিয়েছেন প্রাক্তন উপ পুরপ্রধান অমলেন্দু সরকার। তাঁর মতে হাইকোর্টের নির্দেশেই ৫ অগাস্ট ভোট হবে।

গঙ্গারামপুরে কাউন্সিলরের সংখ্যা ১৮। এঁদের সবাই তৃণমূলের। পুরপ্রধান প্রশান্ত মিত্রের বিরুদ্ধে অনাস্থা আনেন ১০ জন কাউন্সিলর। পাশাপাশি প্রশান্ত মিত্র ও তাঁর ভাই চিরঞ্জীব মিত্রকেও দল থেকে বহিষ্কার করে তৃণমূল। বাকিরা অনাস্থার বিরোধিতা করেন। ২২ জুলাই বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন ৫ অগাস্ট অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি করার। এরপরেই অনাস্থা সংক্রান্ত অপর একটি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান পুরপ্রধান প্রশান্ত মিত্র। সোমবার সেই মামলারই শুনানি।

এদিকে অনাস্থাকে ঘিরে গঙ্গারামপুরে কড়া নিরাপত্তার আয়োজন করা হয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। এর আগে বিজেপির তরফে
অভিযোগ করা হয়েছিল পুরসভার ১০ কাউন্সিলরকে বালুরঘাটের এক হোটেলে বন্দি করে রাখা হয়েছে।

English summary
Compleaity arises in Gangarampur Municipality in South Dinajpur before trust vote
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X