For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাটমানি দিয়ে চাকরি পাননি, ফেরত পাননি টাকাও, আত্মহননের চেষ্টা ছাত্রীর

কাটমানি দিয়েছিলেন চাকরির জন্য। সেই চাকরি পাননি। ফেরত পাননি টাকাও।

  • |
Google Oneindia Bengali News

কাটমানি দিয়েছিলেন চাকরির জন্য। সেই চাকরি পাননি। ফেরত পাননি টাকাও। আর সেই টাকা ফেরত না পেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক কলেজ ছাত্রী। ঘটনাটি ঘটেছে মালবাজারে। যাকে কাটমানি দিয়েছিলেন বলে অভিযোগ, তিনি মালবাজারের ওলদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। নাম সুশীল সরকার।

কাটমানি দিয়ে চাকরি পাননি, ফেরত পাননি টাকাও, আত্মহননের চেষ্টা ছাত্রীর

কলেজ ছাত্রীর অভিযোগ, মালবাজার মহকুমা হাসপাতালে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে সুশীল সরকার টাকা নিয়েছিলেন। এক বছরেরও বেশি সময় আগে তিনি লক্ষাধিক টাকার কাটমানি দেন উপপ্রধানকে। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও সেই চাকরি তিনি পাননি। আবার কাটমানির টাকাও ফেরত পাননি।

যখনই টাকা ফেরত চাইতে গিয়েছেন, তখনই তাঁকে খালি হাতে ফিরে আসতে হয়েছে। এদিকে সেই লক্ষাধিক টাকা তিনি অনেক বেশি সুদে পাওনাদারের কাছ থেকে নিয়েছিলেন। যার ফলে এক বছর হতেই পাওনাদারের টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে শুরু করে। বাড়ি এসে টাকা ফেরতের জন্য চাপ দিয়ে যাচ্ছিল পাওনাদারেরা।

এই অবস্থায় কোনও উপায় না দেখে অভাবের তাড়নায় ওই কলেজছাত্রী আত্মহত্যা করতে যান। যদি সমস্ত অভিযোগ তৃণমূলের তরফে অস্বীকার করা হয়েছে।

English summary
College student attempt to suicide at Malbazar after failed to recover cutmoney she given to TMC leader
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X