For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আহত বিজেপি কর্মীদের দেখতে হাসপাতালে মমতা! দেখে নিন ভিডিও

খড়গপুরের পথে সোজা মেদিনীপুর মেডিক্যালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর মেডিক্যালে সোমবার থেকে ভর্তি রয়েছেন ২ বিজেপি কর্মী-সমর্থক।

Google Oneindia Bengali News

খড়গপুরের পথে সোজা মেদিনীপুর মেডিক্যালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর মেডিক্যালে সোমবার থেকে ভর্তি রয়েছেন ২ বিজেপি কর্মী-সমর্থক। মেদিনীপুর কলেজ মাঠে সেদিনের শামিয়ানা ভেঙে আহত হয়েছিলেন ৯১ জন। বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তাদের মধ্যে এখনও ২ জন ভর্তি রয়েছেন সরকারি হাসপাতালে। আর ৭ জন ভর্তি রয়েছেন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে।

হাসপাতালে বেশি আঘাতপ্রাপ্ত ৩ জনকে ১ লক্ষ টাকা করে আর কম আহতদের ৫০ হাজার টাকা করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে। আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হাসপাতালে মুখ্যমন্ত্রী

হাসপাতালে মুখ্যমন্ত্রী

খড়গপুরের পথে সোজা মেদিনীপুর মেডিক্যালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে হাসপাতালের দ্বিতীয়তলে বিজেপির দুই কর্মীকে দেখেন। পরে পরিস্থিতি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। সঙ্গে ছিলেন সরকারের নিরাপত্তা উপদেষ্টা প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ।

 হাসপাতালে নরেন্দ্র মোদী

হাসপাতালে নরেন্দ্র মোদী

সোমবার দুপুরে শামিয়ানা ভেঙে দুর্ঘটনার পরেই হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভর্তি থাকা দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিজে কথা বলেছিলেন। এরপর দুর্ঘটনা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে। দায় কার তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

খড়গপুর আইআইটিতে সমাবর্তন/ফাইল চিত্র

খড়গপুর আইআইটিতে সমাবর্তন/ফাইল চিত্র

শুক্রবার আইআইটি খড়গপুরে সমাবর্তন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগ দেবেন, তা আগে থেকেই ঠিক ছিল। সেই মতো বৃহস্পতিবার কলকাতা থেকে রওনা হন মুখ্যমন্ত্রী। তবে খড়গপুরের গেস্টহাউসে না গিয়ে সোজা চলে যান মেদিনীপুর মেডিক্যাল কলেজে।

অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতিও

অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতিও

শুক্রবারের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও।

একসময়ে রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পরবর্তী সময়ে তাঁকে নিয়ে মত বদল করেন মমতা। গতবছরের নভেম্বরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের তরফে নাগরিক সম্বর্ধনাও দেওয়া হয়েছিল তাঁকে।

English summary
CM Mamata Banerjee visited the Midnapur Medical College Hospital
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X