For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীর এসএমএসগুলো ছেড়ে দিলেই হবে, আমাকে কিছু বলতে হবে না, হুঁশিয়ারি মমতার

এক সময় এই ভারতীই প্রকাশ্য সভায় জঙ্গলমহলের মা বলে সম্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেদিন অতীত। এখন মেয়ে ভারতী বিপক্ষের প্রার্থী।

Google Oneindia Bengali News

এক সময় এই ভারতীই প্রকাশ্য সভায় জঙ্গলমহলের মা বলে সম্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেদিন অতীত। এখন মেয়ে ভারতী বিপক্ষের প্রার্থী। তাই পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন পুলিশ সুপার ‌ভারতী ঘোষকে একহাত নিতে দ্বিধা করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করেই ভারতীকে টাকা চুরির নেতা বলে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী।

দেবের সমর্থনে ভারতীকে একহাত

দেবের সমর্থনে ভারতীকে একহাত

শুধু তাই নয়, ভারতী ঘোষকে পরোক্ষে হুঁশিয়ারি দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটাল কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের সমর্থনে রোড শোয়ের ফাঁকেই পথসভায় মুখ্যমন্ত্রী বিপক্ষের প্রার্থীকে গণতান্ত্রিক সৌজন্য বজায় রাখার পরামর্শ দেন। তিনি এদিন প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন, ভারতী ঘোষের বিরুদ্ধে যা মামলা রয়েছে, তার যেকোনও একটিতে যেকোনও সময় গ্রেফতার হতে পারেন তিনি।

ঘাটাল ও ‌চন্দ্রকোনায় রোড‌ শো

ঘাটাল ও ‌চন্দ্রকোনায় রোড‌ শো

শনিবার ঘাটাল ও ‌চন্দ্রকোনায় রোড‌ শো করেন মুখ্যমন্ত্রী। শুক্রবারই মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ঘূর্ণিঝড় ‘ফণী'র জন্য তিনি তার রাজনৈতিক কর্মসূচি শনিবার পর্যন্ত বাতিল করছেন। কিন্তু শনিবার সকালে‌ আকাশ পরিষ্কার ও পরিস্থিতি স্বাভাবিক হতেই তিনি ঘাটাল ও ‌চন্দ্রকোনায় রোড‌ শো করার সিদ্ধান্ত নেন।

মানুষের সাথে জনসংযোগের লক্ষ্যে

মানুষের সাথে জনসংযোগের লক্ষ্যে

এদিন ‌বিকালে আরামবাগ কেন্দ্রের প্রার্থী অপরূপা ‌পোদ্দার এবং ঘাটাল কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী তথা দেবকে সঙ্গে নিয়ে পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী। আগামী সোমবার ভোট আরামবাগ কেন্দ্রের। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এই লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। তাই এদিন মানুষের সাথে জনসংযোগ বাড়াতে প্রথমে চন্দ্রকোনায় রোড‌‌ শো‌ করেন মূখ্যমন্ত্রী‌। পরে যান ঘাটালে।

রোড শো-য়ে উপচে পড়া ভিড়

রোড শো-য়ে উপচে পড়া ভিড়

চন্দ্রকোনায় জনসভা করার কথা ছিল তার। কিন্তু ফণীর জেরে ওই সভা বাতিল হয়। এদিন এখানে রোড শো করেন মুখ্যমন্ত্রী। চন্দ্রকোনায় গাছশীতলা থেকে গোঁসাই বাজার, ‌ক্ষীরপাই ও ঘাটাল শহরের বাসস্ট্যান্ড থেকে কুশপাতা পর্যন্ত রোড শো করেন মুখ্যমন্ত্রী। রাস্তার ‌দুপাশে এদিন উপচে পড়া ভিড়। সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার দেখতে ও ছুঁতে চান।

এস‌এম‌এস বাজারে ছাড়ার তোপ

এস‌এম‌এস বাজারে ছাড়ার তোপ

এদিন ‌ভারতী‌ ঘোষের বিরুদ্ধে প্রথমবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, "ঘাটালে দেবের বিরুদ্ধে একজন লড়াই করতে নেমেছেন, তিনি টাকা চুরির নেতা। তিনি নাকি অনেক বড় বড় ‌কথা বলছেন। কিন্তু আমাকে মুখ খোলাবেন না। পুলিশ সুপার থাকাকালীন যে এস‌এম‌এসগুলো আমাকে করেছিলেন সেগুলো যদি আমি বাজারে ছেড়ে দিই তাহলে আমাকে আর কিছু বলতে হবে না।

গণতান্ত্রিক সৌজন্য, দুর্বলতা ভাববেন না

গণতান্ত্রিক সৌজন্য, দুর্বলতা ভাববেন না

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো একটা মামলায় তাঁকে গ্রেফতার করা যাবে না, কিন্তু আরও অনেক মামলা আছে, যা দিয়ে তিনি যে কোন সময় গ্রেফতার করতে পারেন ভারতী ঘোষকে, তাও বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, "আমরা তো ভদ্রতা করছি। কিন্তু ওই ভদ্রমহিলাকে বলব এমন কিছু করবেন না, যা ভদ্রতার সীমা লঙ্ঘন করে। গণতান্ত্রিক সৌজন্য বজায় রাখুন।"

'লো স্ট্যান্ডার্ড প্রচার' নয়

'লো স্ট্যান্ডার্ড প্রচার' নয়

মমতা বলেন, ওই‌ ভদ্রমহিলা দেবের বিরুদ্ধে লড়াই করার ‌আগে গ্রামসভায় লড়াই করুন। তারপর লোকসভায় লড়বেন। ভারতী ঘোষ 'লো স্ট্যান্ডার্ড প্রচার' করলেও তিনি ও দেব তা করবেন না ‌বলেও‌ জানান মুখ্যমন্ত্রী। এদিকে এদিনই মেদিনীপুর কেন্দ্রের দাঁতন এলাকায় নির্বাচনী প্রচার‌ সারেন বিজেপির দিলীপ ঘোষ।

English summary
CM Mamata Banerjee takes on Bharati Ghosh from Road show of Ghatal. She says to Bharati as leader of money theft,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X