For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার ঐতিহাসিক পদক্ষেপ, ধরনা মঞ্চ থেকেই বাজেটে অংশগ্রহণ

আজ বিধানসভায় পেশ হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট ২০১৯।

  • |
Google Oneindia Bengali News

আজ বিধানসভায় পেশ হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট ২০১৯। তার আগের দিন আচমকা সিবিআই ও রাজ্য সরকারের দ্বন্দ্বে জটিল হয়েছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করতে চেয়ে সিবিআই আধিকারিকরা তাঁর বাড়িতে পৌঁছলে তাঁদের চ্যাংদোলা করে রাজ্য পুলিশ সরিয়ে দিয়েছে। কিছুক্ষণ শেক্সপিয়র সরণী থানায় এনে বসিয়ে রেখে পরে ছেড়ে দেওয়া হয়। যা নিয়ে কেন্দ্রীয় রাজনীতিতে তোলপাড় চলছে।

মমতার ঐতিহাসিক পদক্ষেপ, ধরনা মঞ্চ থেকেই বাজেটে অংশগ্রহণ

রবিবার সন্ধ্যা রাত থেকেই এই ঘটনার প্রতিবাদে ধরনায় বসে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেট্রো চ্যানেলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয়েছেন তিনি। সংবিধান ও গণতন্ত্র বাঁচানোর স্বার্থে তিনি এই পদক্ষেপ করেছেন বলে দাবি করেছেন।

পাশাপাশি এদিন যেহেতু রাজ্য বাজেট রয়েছে তাই প্রশাসনিক ও সরকারের প্রধান হিসাবে সেদিকেও নজর রাখতে হয়েছে তাঁকে। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াতে রবিবার দলের সমস্ত নেতারা মেট্রো চ্যানেলে পৌঁছে যান। রাত দশটার সময়ে মমতা অনুরোধ করেন যাতে সকলে বাড়ি চলে যান। এবং সোমবার বাজেটের প্রস্তুতি নেন।

মমতা জানিয়ে দিয়েছেন, বাজেট পেশের আগে যে বৈঠক নিয়ম মেনে বিধানসভায় হয় তা ধরনা মঞ্চের পাশে তৈরি অস্থায়ী জায়গায় হবে। সেখানেই দলের সমস্ত বিধায়ক ও মন্ত্রীরা এসে উপস্থিত হবেন। এবং সেখানেই বাজেট সংক্রান্ত যা নির্দেশ তা মমতা দিয়ে দেবেন। এমনকী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাজেট চলাকালীন অংশগ্রহণ করতে পারেন।

এই মেট্রো চ্যানেলেই সিঙ্গুর নিয়ে ২৬ দিনের অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনকে সপ্তমে চড়িয়েছিলেন এই অনশনের মাধ্যমেই। আবার একযুগ পরে রাজ্যের শাসক হয়েও ফের একবার ধরনায় বসেছেন মমতা। এবার বিদ্রোহ রাজ্য সরকারের বিরুদ্ধে নয়, কেন্দ্রের বিরুদ্ধে। অনির্দিষ্টকালের ধরনা কবে শেষ হবে, কীভাবে এই ঘটনার নিষ্পত্তি হবে সেটাই এখন দেখার।

[আরও পড়ুন: সিবিআই থেকে মমতার ধরনা, এই ১৭টি পয়েন্টে এনকজরে দেখে নিন ঘটনার টাইম লাইন ][আরও পড়ুন: সিবিআই থেকে মমতার ধরনা, এই ১৭টি পয়েন্টে এনকজরে দেখে নিন ঘটনার টাইম লাইন ]

English summary
CM Mamata Banerjee to participate in Bengal Budget 2019 from dharna stage
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X