For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোট দিন কংগ্রেসকে, নির্দেশ দিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়! অন্য অঙ্ক কষা শুরু

ক’দিন আগেই নবান্নে কে সি রাওয়ের সঙ্গে বৈঠক করে অ-বিজেপি অ-কংগ্রেসি জোটের বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই অন্য সুর বাংলার মুখ্যমন্ত্রীর কণ্ঠে।

Google Oneindia Bengali News

ক'দিন আগেই নবান্নে কে সি রাওয়ের সঙ্গে বৈঠক করে অ-বিজেপি অ-কংগ্রেসি জোটের বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই অন্য সুর বাংলার মুখ্যমন্ত্রীর কণ্ঠে। তাঁর নির্দেশে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিরা দলীয় বিধায়কদের নির্দেশ দিলেন কংগ্রেসকে ভোট দিতে।

ভোট দিন কংগ্রেসকে, নির্দেশ দিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়! অন্য অঙ্ক কষা শুরু

[আরও পড়ুন:এবার লোকসভায় দিলীপ ঘোষ! 'টার্গেট ২২'-এ প্রার্থীপদ চূড়ান্ত করে মমতাকে চ্যালেঞ্জ বিজেপির][আরও পড়ুন:এবার লোকসভায় দিলীপ ঘোষ! 'টার্গেট ২২'-এ প্রার্থীপদ চূড়ান্ত করে মমতাকে চ্যালেঞ্জ বিজেপির]

দিল্লিতে বিজেপি বিরোধী জোটের পালে হাওয়া বইতে শুরু করেছে। সেই সময় রাজ্যে তৃণমূল কংগ্রেসের তরফে এই নির্দেশ অন্য সমীকরণের বার্তা দেবেই। দুদিন পরেই রাজ্যসভা ভোট, সেই ভোটাভুটিতে কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভিকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রতিশ্রুতি রক্ষার্থেই দলের বিধায়ক-মন্ত্রীদের কংগ্রেসকে ভোট দেওয়ার কথা জানালেন তিনি।

শুধু দলীয় বিধায়কদেরই নয়, তৃণমূল কংগ্রেসের তরফে কংগ্রেসের দলত্যাগী বিধায়কদেরও নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের ভোটটা কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভিকেই দিতে। কংগ্রেসের তরফেও আর্জি জানানো হয়েছে দলত্যাগী বিধায়কদের কাছে। অঙ্কের বিচারে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, মোর্চার বিধায়ক কিংবা দলত্যাগী বিধায়করা না ভোট দিলেও অভিষেক মনু সিংভির জয় আটকাবে না। কারণ তৃণমূল কংগ্রেস প্রার্থী দেয়নি তাঁর বিরুদ্ধে।

ভোট দিন কংগ্রেসকে, নির্দেশ দিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়! অন্য অঙ্ক কষা শুরু

কারণ ১০ দলত্যাগী বিধায়ক ছাড়াও কংগ্রেসের হাতে রয়েছে ৩২ জন বিধায়কের ভোট। আর সিপিএম তথা বামফ্রন্টের পক্ষে রযেছে ৩০ ভোট। বিজেপির ৩ বিধায়কের ভোট যাবে না বামেদের দিকে। তবু কংগ্রস ও তৃণমূল কংগ্রেসের ঐক্য ফুটে উঠছে রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে। সেক্ষেত্রে কংগ্রেসের ১০ দলত্যাগী বিধায়কের ভোট অভিষেক মনু সিংভির ঝুলিতেই দিতে নির্দেশ দিয়েছে তৃণমূল কংগ্রেস। এমনকী তাঁদের মন্ত্রী-বিধায়কের চার ভোটও কংগ্রেস প্রার্থীর ভোট বাক্সে পড়বে। মোর্চার এক বিধায়ক কংগ্রেসকে ভোট দেবেন।

সব মিলিয়ে সম্মানজনক ৪৭টি ভোট পেতে পারেন অভিষেক মনু সিংভি। কংগ্রেসের ৩২, দলত্যাগী কংগ্রেস বিধায়কদের ১০, তৃণমূলের ৪ ও মোর্চার ১টি ভোট নিয়ে এ রাজ্য থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হতে চলেছেন মনু সিংভি। পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সি দলের বিধায়কদের নিয়ে আলোচনা সেরে নিয়েছেন, প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন তাঁদের।

English summary
CM Mamata Banerjee orders TMC MLA to vote for Congress. She gives this order to keep promise the support to Congress candidate of Rajya sabha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X