For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিকে 'জব্দ' করতে নয়া পন্থা তৃণমূলের, পঞ্চায়েত নির্বাচনের আগে আতঙ্ক বিরোধী শিবিরে

সিভিক ভলান্টিয়ারদের দিয়েই পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার। এমনটাই অভিযোগ করল বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

সিভিক ভলান্টিয়ারদের দিয়েই পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার। এমনটাই অভিযোগ করল বিজেপি। দলীয় স্বার্থে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করার অভিযোাগ করেছেন হুগলি জেলা বিজেপির সভাপতি সুবীর নাগ।

বিজেপিকে জব্দ করতে নয়া পন্থা তৃণমূলের, পঞ্চায়েত নির্বাচনের আগে আতঙ্ক বিরোধী শিবিরে

শনিবার হুগলির বাঁশবেড়িয়ায় হনুমান জয়ন্তী উপলক্ষ্যে মিছিল বের হয়েছিল। প্রশাসনের নিষেধ সত্ত্বেও অস্ত্র নিয়ে মিছিল করা হয়েছিল বলে অভিযোগ। পরিস্থিতির সামাল দিতে হুগলির সব থানা থেকে ১০ জন করে সিভিক ভলান্টিয়ার নিয়ে যাওয়া হয়েছিল বলে প্রশাসন সূত্রে খবর। সেইসব সিভিক ভলান্টিয়ারদের রাফের উর্দি পরিয়ে এলাকায় মোতায়েনের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়েই অভিযোগ করেছেন হুগলির বিজেপির সভাপতি সুবীর নাগ।

শুধুমাত্র মিছিল ঠেকাতেই যেখানে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হচ্ছে, সেখানে পঞ্চায়েত নির্বাচন কী ভাবে শুধুমাত্র পুলিশ দিয়ে করা সম্ভব, সেই প্রশ্ন তোলা হয়েছে বিজেপির তরফে। তাদের অভিযোগ একসময় তৃণমূল কর্মী এবং তৃণমূল ঘনিষ্ঠদেরই সিভিক ভলান্টিয়ার হিসেবে নিয়োগ করা হয়েছিল। ফলে তাদের দিয়ে কী ভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নিয়ম না থাকলেও সরকারের তরফে এই সিভিক ভলান্টিয়ারদের দিয়েই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হবে বলে মনে করছে বিজেপি।

ন্যুনতম টাকার মাইনেয় সিভিক ভলান্টিয়ারদের দিয়ে রাস্তায় তোলা আদায়ের মতো অনৈতিক কাজও করানো হচ্ছে বলে অভিযোগ করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব।

English summary
Civic Volunteers may be used for Panchayat election in West Bengal Says BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X