For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকা বাড়ি থাকলে আবাস যোজনা থেকে নাম বাতিল, বিক্ষোভ সামাল দিতে কড়া নির্দেশ মুখ্যসচিবের

পাকা বাড়ি থাকলে আবাস যোজনা থেকে নাম বাতিল, বিক্ষোভ সামাল দিতে কড়া নির্দেশ মুখ্যসচিবের

Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছে রাজ্য সরকার। এই নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিলেন মুখ্যসচিব। সেই বৈঠকে জেলা শাসকদের কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। তিনি বলেছেন যাঁদের পাকা বাড়ি রয়েছে তাঁদের নাম অবিলম্বে তালিকা থেকে বাদ দিতে হবে বলে জানিয়েছেন তিনি।

আবাস যোজনা নিয়ে বিক্ষোভ

আবাস যোজনা নিয়ে বিক্ষোভ

প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে প্রবল টানাপোড়েন চলছে। কেন্দ্রীয় সরকার টাকা দেওয়ার পর থেকে আরও রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে রাজ্যে। জেলা জেলায় আবাস যোজনার টাকা নিয়ে বিক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের নেতারা আবাস যোজনার টাকা নিয়ে দুর্নীতি করেছে। যাঁদের পাকা বাড়ি রয়েছে তাঁদের টাকা দেওয়া হয়েছে। নেতা ঘনিষ্ঠরাই সেই টাকা পেয়েছেন বলে অভিযোগ করেছেন। এই নিয়ে জেলায় জেলায় উত্তেজনা তৈরি হয়েছে।

জেলায় জেলায় অসন্তোষ

জেলায় জেলায় অসন্তোষ

প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়েছে। একাধিক জায়গায় অভিযোগ উঠেছে শাসক দলের নেতারা টাকা নিয়ে দুর্নীতি করছে বলে অভিযোগ করেছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তৃণমূল কংগ্রেসের নেতা এবং তাঁদের ঘনিষ্ঠদের টাকা পাইয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। যাঁদের পাকা বাড়ি রয়েছে তাঁদের আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। গ্রামে গ্রামে এই নিয়ে তুমুল অসন্তকোষ তৈরি হয়েছে। পঞ্চােয়ত নির্বাচনের আগে এই নিয়ে অস্বস্তিতে পড়েছে শাসক দল। সেকারণে আগে থেকেই তৎপর হয়েছে তারা।

কড়া নির্দেশ মুখ্যসচিব

কড়া নির্দেশ মুখ্যসচিব

পঞ্চায়েত ভোটের আগে আবাস যোদজনায় দুর্নীতি রুখতে কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনি কড়া নির্দেশ দিয়ে বলেছেন, পাকা বাড়ি রয়েছে এমন কারোর নাম তালিকায় উঠলে অবিলম্বে তা বাতিল করতে হবে। পাকা বাড়ি থাকলে আবাস যোজনার টাকা তিনি পাবেন না। মালদহ, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, হুগলি, উত্তর ২৪ পরগনা সহ বেশ কয়েকটি জেলায় আবাস যোজনা নিয়ে একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে। এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরা। তিনি জেলা শাসকদের কড়া নির্দেশ দিয়ে বলেছেন কোনও প্রভাবশালীর কথা শুনে তালিকা প্রকাশ করা যাবে না।

কড়া নিয়ম মেনে কাজের নির্দেশ

কড়া নিয়ম মেনে কাজের নির্দেশ

মুখ্যসচিব জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন কড়া নিয়ম মেনে, আবাস যোজনা নিয়ে কোথাও কোনও রকম আইনশৃঙ্খলার অবনতি ঘটলে সঙ্গে সঙ্গে সেটা নবান্নে জানাতে হবে। জেলা পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েকদিন ধরে রাজ্য পুলিশের একাধিক কাজ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আবাস যোজনার প্রকল্প সংক্রান্ত যা নিয়ম কানুন রয়েছে তা মেনে কাজ করতে হবে। যাঁরা বেআইনি ভাবে বাড়ি তৈরির টাকা পেয়েছেন তারা কোনও রাজনৈতিক দলের প্রভাব খাটাচ্ছে কিনা সেটাও দেখতে হবে। সেটা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে। পুলিশ সুপারকে কড়া পদক্ষেপ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি।

English summary
Chief Secretary of West Bengal instruct cut those names from government house sceam who have brick house
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X