For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপনি কি 'লেডিস কম্পার্টমেন্ট'-এর নিত্যযাত্রী! তাহলে এই তথ্যটি জানতেই হবে

দক্ষিণ পূর্ব রেলওয়ে এবার থেকে ইএমইউ লোকাল ট্রেনে মহিলা কামরাতে বসাতে চলেছে সিসিটিভি। ট্রেনে ক্রমেই বেড়ে চলা মহিলাদের ওপর অত্যাচার ও হেনস্থার ঘটনার প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ পূর্ব রেলওয়ে এবার থেকে ইএমইউ লোকাল ট্রেনে মহিলা কামরাতে বসাতে চলেছে সিসিটিভি। ট্রেনে ক্রমেই বেড়ে চলা মহিলাদের ওপর অত্যাচার ও হেনস্থার ঘটনার প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে রেলসূত্রে। ফলে এবার থেকে রাতে মহিলা কামরায় যাতায়াত কানিকটা হলেও নিরাপদ হতে চলেছে বলে অনেকের দাবি।

আপনি কি 'লেডিস কম্পার্টমেন্ট'-এর নিত্যযাত্রী! তাহলে এই তথ্যটি জানতেই হবে

বেশ কিছু ক্ষেত্রে রাতের মহিলা কামরা ফাঁকা থাকলে অনেক মহিলাই সেখানে উঠতে চান না। কিংবা অনেকে মহিলা কামরাতে উঠেও হেনস্থার শিকার হন। বিভিন্ন ট্রেনেই মহিলা কামরাতে চুরি-ডাকাতির মতো নানা ঘটনা ঘটে যায় আকছার। এবার থেকে সেই সমস্য়ার হাত থেকে যাত্রীরা মুক্তি পাবেন বলে দাবি করা হচ্ছে। শুধু দক্ষিণপূর্ব রেলওয়ে নয়, দক্ষিণ , পশ্চিম ও মধ্য রেলওয়েজও একই প্রযুক্তি লাগু করতে চলেছে।

চেন্নাই থেকে দুটি নতুন কোচ রেক এসেছে যার মধ্যে সিসিটিভি সিস্টেমও রয়েছে। বর্তমানে দক্ষিণপূর্ব রেলে ৩০ টি রেক রয়েছে। যা সাঁতরাগাছি-শালিমার, পানসুকরা-হলদিয়া, মেচেদা-দীঘা ইত্যাদি একাধিক লাইনে যাতায়াত করে। এবার থেকে সিসিটিভির মনিটার থাকবে গার্ডের কেবিনে। যাতে কোনও রকমের অপরাধ মূলক কাজ হলে তা গার্ডের কাছে খোঁজ থাকে।

English summary
CCTV cameras in ladies compartment of EMU Locals soon in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X