For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিটফান্ড কাণ্ডে বীজপুরের বিধায়ককে তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ CBI-র

চিটফান্ড কাণ্ডে বীজপুরের বিধায়ককে তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ CBI-র

Google Oneindia Bengali News

চিটফান্ডকাণ্ডে বিধায়ক সুবোধ অধিকারীকে তলব করল সিবিআই। আজই দুপুর ১২টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে। গত রবিবার থেকে চিট ফান্ড কাণ্ডে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর একাধিক ফ্ল্যাটে এবং বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। চিটফান্ড কাণ্ডে গ্রেফতার হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানির সঙ্গে যোগ থাকার সুবাদেই তাঁকে জেরা করতে চায় সিবিআই।

সুবোধ অধিকারীকে তলব

সুবোধ অধিকারীকে তলব

চিটফান্ড কাণ্ডে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীকে তলব করল সিবিআই। তাঁতে মঙ্গলবারই দুপুর ১২টার মধ্য সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। কিন্তু এখনও তাঁকে সেখানে হাজিরা দিতে দেখা যায়নি। চিটফান্ড কাণ্ডে হালিশহরের পুরসভার চেয়ারম্যান রাজু সাহানিকে গ্রেফতারের পরেই সিবিআইয়ের স্ক্যানারে চলে আসেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। রাজু সাহানির সঙ্গ ঘনিষ্ঠতা ছিল সুবোধ অধিকারীর। রাজু সাহানিকে রাজনৈতিক মহলে সুবোধ অধিকারীর লোক বলে মনে করা হত।

বিধায়কের বাড়িতে তল্লাশি

বিধায়কের বাড়িতে তল্লাশি

গত রবিবার বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে হানা দেয় সিবিআই। সাত সকালে সুবোধ অধিকারীর হালিশহরের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে সিবিআই। হালিশহর এবং কাঁচড়াপাড়ার দুই কাউন্সিলরের বাড়িতেও তল্লাশি শুরু করেছিল সিবিআই। তারপরে দুপুর থেকে কলকাতায় সুবোধ অধিকারীর একাধিক ফ্ল্যাটে তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কাশীপুর, বিটিরোড, দক্ষিণদাঁড়িতে একাধিক ফ্ল্যাট রয়েছে বিধায়কের।
সেখানে তল্লাশি চালায় সিবিআই।

তদন্তে সহযোগিতার আশ্বাস

তদন্তে সহযোগিতার আশ্বাস

চিটফান্ড কাণ্ডে সিবিআইয়ের তল্লাশি অভিযান নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন বিধায়ক। তিনি দাবি করেছেন রাজু সাহানির সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনও সম্পক্ত নেই। রাজনৈতিক পরিচয়। একই দল করার সুবাদে তাঁদের পরিচয়। সিবিআইয়ের সঙ্গে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিিন। তবে চিটফান্ড কাণ্ডে তাঁর কোনও যোগ নেই বলে দাবি বীজপুরের বিধায়কের। কিন্তু তার পরেও তাঁকে সিবিআই তলব নিয়ে জল্পনা বেড়েছে।

সিবিআইয়ের নজরে রাজু সাহানির সম্পত্তি

সিবিআইয়ের নজরে রাজু সাহানির সম্পত্তি

চিটফান্ড কাণ্ডে রাজু সাহানিকে গ্রেফতারের পরেই তাঁর বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে তদন্তকারীরা। বর্ধমানের দুর্গাপুর সহ একাধিক জায়গায় বিপুল সম্পত্তি তৈরি করেছেন রাজু সাহানি। টিএমসি কাউন্সিলরের একাধিক জমি-বাড়ির সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। তাঁরা একাধিক জায়গা খোঁজ পেয়েছেন। চিটফান্ডের টাকা থেকই এই বিপুল সম্পত্তি তিনি করেছেন বলে দাবি তদন্তকারীদের।

বিজেপি নেতা খুনের মামলা, সিবিআই দফতরে দ্বিতীয়বার হাজিরা পরেশ পালের বিজেপি নেতা খুনের মামলা, সিবিআই দফতরে দ্বিতীয়বার হাজিরা পরেশ পালের

English summary
CBI summon TMC MLA Subodh Adhikari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X