For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মলয় ঘটকের ছেলের বাড়িতে CBI হানা, মন্ত্রীর আপ্ত সহায়কের বাড়িতেও চলছে তল্লাশি

মলয় ঘটকের ছেলের বাড়িতে CBI হানা, মন্ত্রীর আপ্ত সহায়কের বাড়িতেও চলছে তল্লাশি

Google Oneindia Bengali News

বুধবার শহর থেকে জেলা তোলপাড় করে তল্লাশি চালাচ্ছে সিবিআই। একেবারে মন্ত্রীদের আবাসনে ঢুকে মলয় ঘটকর ঘর হানা দিয়েছে সিবিআই। ৬টি জায়গায় একযোগে তল্লাশি চলছে। লেকগার্ডেন্সে মলয় ঘটকের ছেলের বাড়িতেও হানা দিেয়ছে সিবিআই। সেই সঙ্গে মন্ত্রীর আপ্ত সহায়ক এবং মন্ত্রীর চার্টার্ড অ্যাকাউন্টের বাড়িতেও এক যোগে তল্লাশি চালাচ্ছে সিবিআই।

মলয় ঘটকের হিসাব রক্ষকের বাড়িতে তল্লাশি

মলয় ঘটকের হিসাব রক্ষকের বাড়িতে তল্লাশি

অনুব্রত মণ্ডলের সম্পত্তির হিসেব পেতে যেমন তাঁর হিসাব রক্ষককে জেরা করেছিল সিবিআই। ঠিক সেরকমই মন্ত্রী মলয় ঘটকর সম্পত্তির হিসেব জানতে তাঁর আপ্ত সহায়ক এবং হিসাব রক্ষকের বাড়িতে হানা দিয়েছে সিবিআই।
আলিপুরে তাঁর সিএ-র বাড়িতে তল্লাশি শুরু করেছে সিবিআই। তদন্তকারীরা জানার চেষ্টা করছেন কোথায় কত সম্পত্তি রয়েছে মলয় ঘটকের। কয়লা পাচারের টাকা কোথায়কোথায় খাটানো হয়েছে টাকা সেটা জানাার চেষ্টা করছেন তদন্তকারীরা।

মলয় ঘটকের ছেলের বাড়িতে তল্লাশি

মলয় ঘটকের ছেলের বাড়িতে তল্লাশি

লেকগার্ডেন্সে মলয় ঘটকের ছেলের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই। সেখানে তাঁর ছেলে এবং পুত্রবধূ ২ জনেই ছিলেন। তাঁদের উপস্থিতিতেই চলছে তল্লাশি। সূত্রের খবর সেখানে নিয়ে যাওয়া হয়েছে তালা ভাঙার যন্ত্র। লেক গার্ডেন্সের লর্ডসের মোড়েই রয়েছে মলয় ঘটকের ছেলের বাড়ি। আদতে বাড়িটি মলয় ঘটকের। কলকাতা শহরে মলয় ঘটকের ৩টি বাড়ি রয়েছে। েসই সম্পত্তির হদিশ পেতেই তল্লাশি।

আসানসোলে বিক্ষোভ

আসানসোলে বিক্ষোভ

এদিকে সকাল থেকে মলয় ঘটকের আসানসোলের বাড়িতে চলছে তল্লাশি। সেখানে তিনটি বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই। সকাল থেকেই শুরু হয়েছে সেই অভিযান। খবর জানাজািন হতেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন টিএমসি কর্মী সমর্থকরা। টিএমসি কাউন্সিলররাও সেখানে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। সেই বাড়িতে রয়েছেন মলয় ঘটকের স্ত্রী। তাঁর উপস্থিতিতেই চলছে তল্লাশি। প্রায় ৪ ঘণ্টাঅতিক্রান্ত হয়ে গিয়েছে তার পরেও তল্লাশি শুরু হয়ে গিয়েছে।

সিআরপিএফ িনয়ে তল্লাশি

সিআরপিএফ িনয়ে তল্লাশি

মলয় ঘটকের হিসাব রক্ষকের ফ্ল্যাটেও তল্লাশি অভিযান শুরু করেছে। সিআরপিএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে সেখানে। কয়লা পাচারের আর্থিক লেনদেনের বিষয়টি জানতেই এই অভিযান বলে জানা গিয়েছে। প্রতিটি জায়গায় সিআরপিএফ মোতায়েন করে সিবিআই তল্লাশি চালাচ্ছে। অর্থাৎ পুরো বিষয়টি অত্যন্ত গোপনীয়তা বজায় রেখেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছে।

রাহুলের হাতে খাদির জাতীয় পতাকা, শুরু হবে কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা' রাহুলের হাতে খাদির জাতীয় পতাকা, শুরু হবে কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা'

English summary
CBI raid at minister Maloy Ghatak's son's house
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X