For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা দুই বিধানসভা আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ

Google Oneindia Bengali News

লাইভ : বাংলা দুই বিধানসভা আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ
কলকাতা, ১৩ সেপ্টেম্বর : সকাল ৭ টা থেকে শুরু হল বাংলার ২ বিধানসভা আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ। চৌরঙ্গী ও বসিরহাট দক্ষিণ এই দুটি আসনের জন্য উপনির্বাচন হচ্ছে।

২০১১ সালে তৃণমূল প্রার্থী শিথা মিত্র এই চৌরঙ্গী আসনটি থেকে জয়ী হয়েছিলেন। কিন্তু পরে দল ছেড়ে দেন তিনি। অন্যদিকে বসিরহাট দক্ষিণ আসনটি নতুন তৈরি হয়েছে। ২২২টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ২,০০,২৫৬ জন। এই আসনে চতুর্মুখী লড়াই তৃণমূলের নয়না বন্দ্যোপাধ্যায়, বিজেপির রীতেশ তিওয়ারি, কংগ্রেসের সন্তোষ কে পাঠক, সিপিএমের ফৈয়জ আহমেদ খানের মধ্যে। এছাড়াও রয়েছেন ৫ নির্দল প্রার্থী।

নতুন বসিরহাট দক্ষিণে ২৮৬টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ২,৩৫,৮৪৩ জন।

দুপুর ৪ টে ২২ মিনিট : বিকেল ৪ টে পর্যন্ত ভোট পড়ল চৌরঙ্গী - ৪০.২৪ শতাংশ এবং বসিরহাট দক্ষিণ - ৬৯ শতাংশ।

দুপুর ৩টে ২২ মিনিট : দুপুর ৩ টে পর্যন্ত ভোট পড়ল চৌরঙ্গী - ৪০ শতাংশ এবং বসিরহাট দক্ষিণ - ৬৩.৭৮ শতাংশ।

দুপুর ৩ টে ১৫ মিনিট : বসিরহাটে বিজেপির ১৪৩ ও ১৪৪ নম্বর ক্যাম্প অফিসে হামলার অভিযোগ। চলল ভাঙচুরও।

দুপুর ২ টো ৫০ মিনিট :
শিয়ালদহে সুরেন্দ্রনাথ কলেজের সামনে সিপিআইএমের অফিস ভাঙচুর। বন্দুকের বাটের আঘাতে আহত দুই মহিলা। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

দুপুর ২ টো :
দুপুর ১ টা পর্যন্ত ভোট পড়ল চৌরঙ্গী - ৩১.৬৭ শতাংশ এবং বসিরহাট দক্ষিণ - ৫০.৭৯ শতাংশ।

দুপুর ১২ টা ১৫ মিনিট : দুপুর ১২ টা পর্যন্ত ভোট পড়ল চৌরঙ্গী - ২৫ শতাংশ এবং বসিরহাট দক্ষিণ - ৪৮ শতাংশ।

সকাল ১১ টা ৫০ মিনিট : চৌরঙ্গীতে বাইক বাহিনীর দাপটের অভিযোগ। কমিশনে অভিযোগ দায়ের কংগ্রেসের।

সকাল ১১ টা ৪৮ মিনিট : সকাল ১১ টা পর্যন্ত ভোটের হার চৌরঙ্গী- ২০.১৬ শতাংশ এবং বসিরহাট দক্ষিণ - ৩৬.৭৬ শতাংশ

সকাল ১১ টা ৪০ মিনিট : গণেশচন্দ্র এভেনিউতে ৪৭ নম্বর ওয়ার্ডের ৭৩ নম্বর বুথে চৌরঙ্গীর বিজেপির প্রার্থী রীতেশ তিওয়ারি গেলে তাঁর উপরে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

সকাল ৯টা ৩২ মিনিট : সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়ল চৌরঙ্গী - ৯.০৭ শতাংশ এবং বসিরহাট দক্ষিণ - ২০.০৫ শতাংশ।

সকাল ৯টা : বসিরহাট দক্ষিণের জিরাটপুরে শুরু হল ভোটগ্রহণ।

সকাল ৮টা ২০ মিনিট : ২০ দিন ধরে বসিরহাটে ঘাঁটি গেঁড়েছে ১৭ মন্ত্রী। বিজেপির উপর ভোটের আগের দিন হামলা চালিয়েছে তৃণমূল। ছাপ্পা ভোটেরও আশঙ্কা রয়েছে বলে অভিযোগ বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের। পুলিশ ও কমিশনের কাছে অভিযোগ জানাল বিজেপি।

সকাল ৮ টা ১০ মিনিট : বসিরহাট দক্ষিণের জিরাটপুরে ১৯০ নম্বর বুথের ইভিএম খারাপ থাকায় বন্ধ ভোটগ্রহণ।

সকাল ৮ টা ১ মিনিট : শুরু হল ২ বিধানসভা আসনের ভোটগ্রহণ।

English summary
Bypolls in 2 West Bengal assembly seats updates
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X