For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের ভোট যুদ্ধ বাংলায়, তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির সম্মুখ সমরে শেষ হাসি হাসবে কে

এক ভোট মিটতে না মিটতে ফের ভোট রাজ্যে। সম্প্রতি পঞ্চায়েত ভোট শেষ হয়েছে। আর সেই নির্বাচনের রেশ কাটতে না কাটতেই মহেশতলায় উপনির্বাচন সোমবার।

Google Oneindia Bengali News

এক ভোট মিটতে না মিটতে ফের ভোট রাজ্যে। সম্প্রতি পঞ্চায়েত ভোট শেষ হয়েছে। আর সেই নির্বাচনের রেশ কাটতে না কাটতেই মহেশতলায় উপনির্বাচন সোমবার। ইতিমধ্যে শেষ হয়েছে প্রচার-পর্বও। এবার উপনির্বাচনে বিরোধীরা কি পারবে শাসক শিবিরকে মোক্ষম ধাক্কা দিতে, নাকি ফের ড্যাং-ডেঙিয়ে জিতে যাবে তৃণমূল কংগ্রেস? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মহেশতলায়।

রাজ্যের সাম্প্রতিক উপনির্বাচনগুলিতে তৃণমূলেরই জয় জয়কার হয়েছে। দ্বিতীয় দল হিসেবে বিজেপি দ্বিতীয় স্থানে উঠে এলেও প্রথম স্থানাধিকারী তৃণমূলের সঙ্গে ব্যবধান উত্তরোত্তর বেড়েছে। কাঁথি হোক বা সবং, কিংবা নোয়াপাড়া বা উলুবেডিয়া- সর্বত্রই এক চিত্র। রাজনৈতিক মহল মনে করছে মহেশতলাতেও একই ঘটনা ঘটবে।

ফের ভোট যুদ্ধ বাংলায়, সম্মুখ সমরে তৃণমূল বনাম বিজেপি

তবে এর মধ্যে পঞ্চায়েত নির্বাচন সংঘটিত হয়ে গিয়েছে। সেখানে জঙ্গলমহল ও উত্তরবঙ্গের কিছু জেলায় বিজেপি ভালো ফল করেছে। তারপর মহেশতলায় ভোট। এখন দেখার সেই সাফল্যের রেশ পড়ে কি না মহেশতলা উপনির্বাচনে। বিরোধীরা ঘুরে দাঁড়াতে পারে কি না। কিন্তু ভোট যেহেতু দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায়, সেহেতু তৃণমূলের সংগঠনের কথা চিন্তা করেই তেমন কোনও সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ভোট প্রচার থেকে শুরু করে পারিপার্শ্বিক পরিস্থিত তৃণমূলের পক্ষে। তবে এখানে এবার বামফ্রন্টকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসার জোরালো সম্ভাবনা বিজেপির। মোট ২ লক্ষ ৪৮ হাজার ৭৫৪ জন ভোটার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবে। মোট বুথের সংখ্যা ২৮৩। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী দুলাল দাস। বিধায়ক কস্তুরী দাসের মৃত্যুতে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। তৃণমূল প্রার্থী বিধায়িকা কস্তুরী দাসের স্বামী। ফলস্বরূপ সহানুভূতি ভোট তাঁর দিকে যাওয়ার সম্ভাবনা।

তবে বিজেপি এখানে বিনাযুদ্ধে এক ইঞ্চি জমিও ছেড়ে দেবে না। পঞ্চায়েত নির্বাচন থেকে অক্সিজেন নিয়ে তাঁরা মহেশতলা উপনির্বাচনে নামছে। অমিত শাহ নিজে প্রার্থী স্থির করেছেন এই কেন্দ্রের জন্য। রাজ্যের প্রস্তাব খারিজ করে প্রাক্তন সিবিআই কর্তা সুজিত ঘোষকে টিকিট দিয়েছেন তিনি।

আবার ২০১৬-র মতোই এই কেন্দ্রে বাম-কংগ্রেস জোট করেই লড়াইয়ে নেমেছে। ২০১৬-র পর এই প্রথম কোনও নির্বাচনে কংগ্রেস প্রার্থী না দিয়ে বামেদের সমর্থন করেছে। তাদের প্রার্থী প্রভাত চৌধুরী। বিরোধীরাও এই কেন্দ্রে সমান তালে লড়াই দিতে তৈরি।

English summary
By Election of Maheshtala will be held on Monday. TMC and BJP are in face to face again at South 24 Pargana.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X