For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচনের আগে বিএসএফ-এর বিরুদ্ধে 'দাদাগিরি'র অভিযোগ তুলে ব্যাকফুটে তৃণমূল!

Google Oneindia Bengali News

২০২১ বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি প্রায় পড়েই গেল৷ বৃহস্পতিবার শহরের একটি হোটেলে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্য় নির্বাচন কমিশনার সুনীল আরোরা সহ অন্য় নির্বাচনী আধিকারিকরা৷ সেখানে তৃণমূলের তরফে রাজ্য়ের সীমান্তবর্তী গ্রামগুলিতে বিএসএফকে দিয়ে ভয় দেখানোর অভিযোগ করা হয়৷ যদিও এই অভিযোগ অস্বাকীর করে বিএসএফ। পাশাপাশি এদিন নির্বাচন কমিশনের তরফে এই অভিযোগকে অমূলক বলে আখ্যা দেওয়া হয়।

কমিশনের কাছে নালিশ তৃণমূলের

কমিশনের কাছে নালিশ তৃণমূলের

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে যোগ দিতে তৃণমূলের তরফে পার্থ চট্টোপাধ্য়ায়, সুব্রত মুখোপাধ্য়ায় এবং ফিরহাদ হাকিম যান৷ সেখানে তৃণমূলের তরফে পার্থ চট্টোপাধ্য়ায় কমিশনে অভিযোগ জানিয়েছেন, সীমান্তবর্তী গ্রামগুলিতে ঢুকে বিএসএফের জওয়ানরা বাসিন্দাদের ভয় দেখাচ্ছে৷ তিনি অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দলকে ভোট দিতে গ্রামবাসীদের চাপ দেওয়া হচ্ছে বিএসএফকে ব্য়বহার করে৷

পার্থকে জবাব বিএসএফ-এর

পার্থকে জবাব বিএসএফ-এর

পাশাপাশি রোহিঙ্গাদের ভোটার তালিকায় নাম তোলানোর যে অভিযোগ শাসকদলের বিরুদ্ধে উঠেছে, তা নিয়েও কমিশনের কাছে নিজেদের মত জানিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল৷ এনিয়ে পার্থ চট্টোপাধ্য়ায় বলেন, কমিশন নিজে ভোটার তালিকা তৈরি করে৷ এদিকে রাজ্য়ের শিক্ষামন্ত্রীর এই বক্তব্য়ের প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে বিএসএফ৷ সেখানে বিএসএফের তরফে বলা হয়েছে, 'বর্ডার সিকিউরিটি ফোর্স অতীতে এবং বর্তমানের নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে সীমান্তে প্রহরায় মোতায়েন রয়েছে৷'

কী বলল বিএসএফ

কী বলল বিএসএফ

বিএসএফ-এর তরফে আরও বলা হয়, 'আমরা সতর্কভাবে অনুপ্রবেশ ও চোরাচালানের উপর নজর রাখি এবং কাউকে তা করার সময় ধরতে পারলে আইনত ব্য়বস্থা নিয়ে থাকি৷ কিন্তু, বিএসএফের বিরুদ্ধে যে অভিযোগ শিক্ষানমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পুর ও নগরোন্নয় মন্ত্রী ফিরহাদ হাকিম এনেছেন তাঁর কোনও ভিত্তি ও সত্য়তা নেই৷ বিএসএফ তাঁর নীতিতে বিশ্বাসী, যে 'মৃত্য়ুর আগে পর্যন্ত নিজের কর্তব্য় পালন করে যাও৷'

তৃণমূলের অভিযোগে গুরুত্ব দিতে নারাজ নির্বাচন কমিশন

তৃণমূলের অভিযোগে গুরুত্ব দিতে নারাজ নির্বাচন কমিশন

এদিকে তৃণমূলের অভিযোগে গুরুত্ব দিতে নারাজ নির্বাচন কমিশন। অন্যদিকে বিএসএফ-কে দিয়ে প্ররোচনার অভিযোগে দিলীপ ঘোষ জানিয়েছেন, বিএসএফের এক্তিয়ারে হস্তক্ষেপ করা উচিত নয়৷ তাঁরা তাঁদের কাজ ভালো বোঝেন দিলীপ ঘোষ আরও বলেন, সীমান্তবর্তী ১৫ কিলোমিটারের মধ্য়ে বিএসএফের এক্তিয়ার৷ তাই সেখানে বিএসএফ নিজেদের মতো করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে৷ সেই প্রসঙ্গেই, দিলীপ ঘোষ জানান, বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটার তালিকায় নাম তোলা হয়েছে৷ এই অভিযোগ তাঁরা মুখ্য় নির্বাচন কমিশনারের কাছে করেছেন৷

English summary
BSF issued statement refuting Partha Chatterjee's claim about scaring borders in border areas
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X