For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বসিরহাটের পর হিলি সীমান্তে উদ্ধার ৩৭ লক্ষের সোনা, ধৃত ২ পাচারকারী

হিলি সীমান্ত থেকে ৩৭ লক্ষ টাকার সোনা উদ্ধার করল বিএসএফ। চোরাপথে পাচার করতে আসা দুই পাচারকারীও ধরা পড়ে যায় সীমান্তরক্ষী বাহিনীর হাতে। ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

হিলি, ২৬ অক্টোবর : এবার হিলি সীমান্ত থেকে ৩৭ লক্ষ টাকার সোনা উদ্ধার করল বিএসএফ। চোরাপথে পাচার করতে আসা দুই পাচারকারীও ধরা পড়ে যায় সীমান্তরক্ষী বাহিনীর হাতে। ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। হিলির বৈকুণ্ঠপুরে ১ কেজি ২০০ গ্রাম সোনা পাচার করতে আসে টুলু সাহা ও সঞ্জয় রায় নাম দুই পাচারকারী৷

চার চাকার একটি ছোট গাড়িতে হিলি থেকে বালুরঘাটের দিকে যাচ্ছিল তারা।গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফের ১৯৯ ব্যাটেলিয়নের জওয়ানরা হিলির বৈকুন্ঠপুরে গাড়িটিকে আটক করে। ওই গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩৬ লক্ষ ৫৭ হাজার টাকা মূল্যের সোনার বিস্কুট।

বসিরহাটের পর হিলি সীমান্তে উদ্ধার ৩৭ লক্ষের সোনা, ধৃত ২ পাচারকারী

বিএসএফ কম্যান্ডান্ট অলোকেশ সিনহা জানান, সোনার বিস্কুটগুলি বাংলাদেশ থেকে আনা হয়েছিল ভারতে পাচারের উদ্দেশে। দুই পাচারকারী দক্ষিণ দিনাজপুরের হিলির বাসিন্দা।এর আগে ভারত-বাংলাদেশের বসিরহাট সীমান্তে সোনা পাচার করতে এসে বিএসএফের হাতে ধরা পড়ে যায় বাংলাদেশি নাগরিক জামাল শেখ।

বরিশালের বাসিন্দার কাছ থেকে উদ্ধার হয় ২৮ লক্ষ টাকার প্রায় এক কেজি সোনা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ১৪৪ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ওই সোনা উদ্ধার করে।

English summary
BSF arrest to peson with gold at border area
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X