For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নৈহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত ৩, আহত ১০

নৈহাটির দেবকে বাজি কারখানায় বিস্ফোরণে কিছু সময়ের ব্যবধানে কেঁপে ওঠে ঘরবাড়ি। স্থানীয় সূত্রের খবর, বিস্ফোরণের জেরে প্রায় ৮ কিলোমিটার পর্যন্ত এলাকায় বাড়িঘর কেঁপে ওঠে।

  • By Aveek Banerjee
  • |
Google Oneindia Bengali News

নৈহাটির দেবকে বাজি কারখানায় বিস্ফোরণে কিছু সময়ের ব্যবধানে কেঁপে ওঠে ঘরবাড়ি। স্থানীয় সূত্রের খবর, বিস্ফোরণের জেরে প্রায় ৮ কিলোমিটার পর্যন্ত এলাকায় বাড়িঘর কেঁপে ওঠে। বেশকয়েকটি বাড়িটিতে আগুন ধরে যায়। ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ জন। আহত আরও ১০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নৈহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত ৩, আহত ১০

বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই পৌঁছেছে দমকল ও পুলিস। বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আগুন নেভানোর চেষ্টায় হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। পুলিশ জানিয়েছে, কোনও তেজস্ক্রিয় তৈরি হচ্ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

নৈহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত ৩, আহত ১০

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন নৈহাটির দেবকে ভর দুপুরে হঠাৎই বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গঙ্গার এপার ও ওপার। কিছু সময়ের ব্যবধানে, বিস্ফোরণের জেরে প্রায় ৮ কিলোমিটার পর্যন্ত এলাকায় বাড়িঘর কেঁপে ওঠে। বাসিন্দাদের প্রাথমিক অনুমান বিমান ভেঙে পড়েছে। পরে অবশ্য ঘটনা চাউর হয় বাজি কারখানায় বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে বেশকয়েকটি বাড়িটিতে আগুন ধরে যায়।

নৈহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত ৩, আহত ১০

স্থানীয়রা জানাচ্ছে, ওখানে কিছু বাজি তৈরি হয় বেআইনিভাবে। অধিকাংশই নিষিদ্ধ বাজি। বেআইনিভাবে তৈরি হয়। পুরুষ থেকে মহিলা সবাই সেখানে কাজ করে। এর আগেও এক বার এরকম বিস্ফোরণ ঘটেছিল। সেবার মারা গিয়েছিলেন পাঁচ জন। তার পরেও ওই বাজি কারখানা চলছিল পর্যাপ্ত সতর্কতা ছাড়াই।

'কাশ্মীরে গুলির শব্দ উল্লাসের চিৎকার হিসাবে তুলে ধরা হচ্ছে'! বিজেপিকে তীব্র আক্রমণ শিবসেনার 'কাশ্মীরে গুলির শব্দ উল্লাসের চিৎকার হিসাবে তুলে ধরা হচ্ছে'! বিজেপিকে তীব্র আক্রমণ শিবসেনার

English summary
blast in naihati fire cracker factory
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X