For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার পঞ্চায়েতই পাখির চোখ, অন্তত ৭০ শতাংশ আসনে প্রার্থী দিতে চায় বিজেপি

এবার বাংলা দখলই বিজেপি-র পাখির চোখ। আর এই যাত্রা তারা শুরু করতে চাইছে গ্রামকে দিয়েই। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি বিজেপি শুরু করে দিচ্ছে এখন থেকেই।

Google Oneindia Bengali News

কলকাতা, ২১ মার্চ : এবার বাংলা দখলই বিজেপি-র পাখির চোখ। আর এই যাত্রা তারা শুরু করতে চাইছে গ্রামকে দিয়েই। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি বিজেপি শুরু করে দিচ্ছে এখন থেকেই। রাজ্যে পঞ্চায়েত ভোটে যাতে অন্তত ৭০ শতাংশ আসনে প্রার্থী দেওয়া যায়, তা নিশ্চিত করতেই তড়িঘড়ি বৈঠক ডাকা হল রাজ্য বিজেপি-র পক্ষ থেকে। মঙ্গলবারই কলকাতা পার্টি অফিসে জেলা সভাপতিদের নিয়ে বৈঠকে বসসেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।[পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন, বঙ্গ-জয়ের লক্ষ্যে রাজ্যে অমিত শাহ]

পঞ্চায়েত ভোটের রণকৌশল স্থির করতেই এদিন বৈঠক ডাকা। দক্ষিণবঙ্গের জেলা সভাপতিদের নিয়ে বৈঠকে সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি নিয়ে যেমন কথা হবে, তেমনই জেলাগুলিতে বিজেপি-র সাংগঠনিক শক্তিবৃদ্ধি ও বুথ কমিটি তৈরি নিয়েও নির্দেশ দেবেন দিলীপবাবু। শুধু সংগঠনেই জোর নয়, আন্দোলনের রাস্তাতেও থাকতে হবে বলে জানিয়েছেন তিনি। সেইমতো এদিন বৈঠক থেকে জেলাগুলিতে টেট ও নারদ ইস্যুতে আন্দোলনের রূপরেখাও তৈরি হবে এই বৈঠক থেকে।[পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে, বিজেপি-র সাত নেতা-নেত্রী প্রশাসনের 'নজরবন্দি']

বাংলার পঞ্চায়েতই পাখির চোখ, অন্তত ৭০ শতাংশ আসনে প্রার্থী দিতে চায় বিজেপি

তবে বিজেপি রাজ্য সভাপতি সাফ করে দিয়েছেন, পঞ্চায়েত ভোটের দিকে লক্ষে রেখে তাঁদের মূল টার্গেট দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা। তাঁর কথায়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূলের শক্তি বেশি। তাই দক্ষিণবঙ্গে এবার তাঁরা বেশি জোর দিচ্ছেন।

যাতে সমস্ত আসনেই প্রার্থী দেওয়া যায়, তা নিশ্চিত করতে চাইছেন তিনি। তিনি জানিয়েছেন, অন্তত ৭০ শতাংশ আসনে তাঁরা এবার প্রার্থী দেবেনই। তার জন্য কী করতে হবে, তা নিরূপণ করবেন রাজ্য সভাপতি। আগামী ২ এপ্রিল জেলা সভাপতিদের নিয়ে বৈঠক করবেন তিনি।

English summary
BJP wants to candidate at least 70 percent of the seats in Bengal Panchayet Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X