For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের দলছুট নেতা প্রার্থী হয়ে কোচবিহারে নামতেই ১৮০ ডিগ্রি ঘুরে গেল বিজেপি

তৃণমূল ছুট নেতাদের প্রার্থী করা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে জেলা নেতৃত্ব অন্য প্রার্থী দাঁড় করানোর দাবিতে অনড় ছিল। অবশেষে বিজেপির পর্যবেক্ষকের হস্তক্ষেপে ১৮০ ডিগ্রি ঘুরে গেল পরিস্থিতি।

Google Oneindia Bengali News

লোকসভা ভোট ঘোষণার ১০ দিন পর বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতেই বিক্ষোভে ফুঁসে উঠেছিলেন বিজেপির নেতা-কর্মীরা। তৃণমূল ছুট নেতাদের প্রার্থী করা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে জেলা নেতৃত্ব অন্য প্রার্থী দাঁড় করানোর দাবিতে অনড় ছিল। অবশেষে বিজেপির পর্যবেক্ষকের হস্তক্ষেপে ১৮০ ডিগ্রি ঘুরে গেল পরিস্থিতি।

তৃণমূলের দলছুট নেতা প্রার্থী হয়ে কোচবিহারে নামতেই ১৮০ ডিগ্রি ঘুরে গেল বিজেপি

তৃণমূল কংগ্রেস থেকে ছাঁটাই হওয়া নিশীথ প্রামাণিককে প্রার্থী করেছে বিজেপি। প্রার্থী তালিকায় তাঁর নাম দেখে ক্ষোভে ফুঁসতে থাকে বিজেপি নেতা-কর্মীরা। তাঁরা জেলা পার্টি অফিসে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। পার্টি অফিস ভাঙচুর করেন। এরপরই শুক্রবার সকালে বিজেপির রাজ্য পর্বেক্ষক অরবিন্দ মেনন হস্তক্ষেপ করেন।

তিনি এদিন জেলা কার্যালয়ে গিয়ে দফায় দফায় বৈঠক করেন। তারপরই পরিস্থিতি আয়ত্তে আসতে শুরু করে। নিশীথ প্রামাণিককে মেনে নিতে সম্মত হন বিজেপির নেতা-কর্মীরা। বিজেপির প্রার্থী দিল্লি থেকে ফেরার পর তাঁকে নিয়ে মিছিল করে পার্টি অফিসে যান নেতা-কর্মীরা।

[আরও পড়ুন:বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, তৃণমূলের রবীন্দ্রনাথকে শোকজ করল কমিশন][আরও পড়ুন:বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, তৃণমূলের রবীন্দ্রনাথকে শোকজ করল কমিশন]

নিজেদের অবস্থান থেকে ১৮০ ঘুরে গিয়ে তাঁরা বলেন, একই পরিবারে থাকতে গেলে খুটিনাটি অশান্তি হয়। আমাদেরও তেমন হয়েছিল। এখন সেসব মিটে গিয়েছে। আমরা কাঁধে কাঁধ দিয়ে লড়াই করব। আমরা আদর্শবাদী দল করি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বিবেকানন্দের আদর্শ মেনে চলি। আমরা এই আসনে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করব।

[আরও পড়ুন: ভোটের মুখে শুরু তৎপরতা! কালো টাকার হদিশ পেলেই জানান আয়করে ][আরও পড়ুন: ভোটের মুখে শুরু তৎপরতা! কালো টাকার হদিশ পেলেই জানান আয়করে ]

বিজেপির প্রার্থী হয়ে কোচবিহারে ফিরে নিশীথ প্রামাণিক বলেন, আমাদের মধ্যে কোনও ভেদাভেদ নেই। আমরা একসঙ্গে লড়ব এবং জিতব। এই কোচবিহার থেকে অন্তত দু-লক্ষ ভোটে আমরা জিতব। উল্লেখ্য, দিলীপ ঘোষ বলেন, বিজেপির প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে, তাঁদের সবাইকেই মেনে নিতে হবে। সবদিক বিচারবিবেচনা করেই যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হয়েছে।

[আরও পড়ুন: যাদবপুরে মিমির বিরুদ্ধে প্রার্থী হয়েই ফিল্মি গানে অনুপমের টুইট! ভোটযুদ্ধে কোন ইঙ্গিত বিজেপি নেতার ][আরও পড়ুন: যাদবপুরে মিমির বিরুদ্ধে প্রার্থী হয়েই ফিল্মি গানে অনুপমের টুইট! ভোটযুদ্ধে কোন ইঙ্গিত বিজেপি নেতার ]

English summary
BJP turns around 180 degree to Nisith Pramanick as candidate. He was TMC after suspend from the party he became candidate of BJP,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X