For Quick Alerts
For Daily Alerts
কাটমানি অভিযোগে তৃণমূল নেত্রীর বাড়ি পোড়ানোর অভিযোগ পূর্ব মেদিনীপুরে
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এলাকায় পিন্ডরুই গ্রামে তৃণমূল কংগ্রেস নেত্রী মঞ্জু রানি প্রধানের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে।

মঞ্জু রানি প্রধানের দাবি তিনি কারও কাছে কোন টাকা না নিলেও তার বিরুদ্ধে কাট মানি নেওয়ার মিথ্যা অভিযোগ এনে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। এলাকায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন আট জন। বীরভূম জেলার ইলামবাজারের ধরমপুর এলাকার শুনমুনি গ্রামে। ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ টহল দিচ্ছে।
এই এলাকার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি নাজির সেখ এবং এলাকার তৃণমূল কংগ্রেস নেতা জালাল সেখের অনুগামীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।