বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তাল চাপাডাঙ্গা! ৭ জনের আহত হওয়ার খবরে উত্তেজনা
বিজেপি ,তৃণমূল সংঘর্ষের জেরে ব্যাপক উত্তেজনা ছড়াল গ্রাম সংসদ সভাকে কেন্দ্র করে। ঘটনাস্থল উত্তরবঙ্গের মাল ব্লকের চাপাডাঙ্গায়। ঘটনার জেরে আহত হয়েছেন ৭ জন। শুক্রবার রাতের এই উত্তালকাণ্ডের পর থেকে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।

গোটা ঘটনার সূত্রপাত এলাকার গ্রাম পঞ্চায়েত কার্যালয় চত্বরে। সেখানে ঘটনাকে কেন্দ্র কের এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। গেরুয়া শিবিরের অভিযোগ, গ্রাম সংসদ সভার পর বিজেপি কর্মীরা যখন বাড়ি ফিরছিলেন তখন তাঁদের ওপর চড়াও হন তৃণমূলের কর্মীরা। চলে অতর্কিত হামলা। ঘটনার জেরে প্রাথমিকভাবে বিজেপির ৫ সমর্থক আহত হয়েছেন। এরপর তৃণমূলের কর্মীদের ওপর বিজেপি সমর্থকরা তড়াও হন বলে অভিযোগ উঠে আসে। গোটা ঘটনায় মোট আহত হয়েছেন ৭ জন।দু'পক্ষের ধুন্ধমার সংঘর্ষে আহতদের স্থানীয় গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, তৃণমূলের অভিযোগ গ্রাম সংসদের সভাতে এলকার উন্নয়ন নিয়ে কথা চলছিল। আর যাবতীয় উন্নয়নের কর্মসূচিকে নষ্ট করার উদ্যোগ নিয়েই মাঠে নামছে বিজেপি। তৃণমূলের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় ব্যাপক তাণ্ডব চালাচ্ছে। ফলে ভেস্তে যাচ্ছে যাবতীয় উন্নয়নের কাজ।