For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘২০১৯- তৃণমূল বুঝবে বিজেপি কী জিনিস’! দিলীপ বললেন, নজর রাখুন পুজোর পর

বিজেপি বাড়ছে তাই ভয় পেয়েছে তৃণমূল। পাল্টা হুঙ্কার ছেড়ে তিনি বললেন, যতই তৃণমূল প্রার্থী বদল করুক, ২০১৯-এই তৃণমূল বুঝবে বিজেপি কী জিনিস।

Google Oneindia Bengali News

বিজেপি বাড়ছে তাই ভয় পেয়েছে তৃণমূল। এবার সেই ভয় থেকেই তৃণমূল লোকসভায় অর্ধেকের বেশি প্রার্থী বদল করবে। আসানসোলের বিজেপির বিশেষ বৈঠক থেকে দিলীপ ঘোষ তোপ দাগলেন তৃণমূলের বিরুদ্ধে। তিনি হুঙ্কার ছাড়লেন, যতই তৃণমূল প্রার্থী বদল করুক, ২০১৯-এই তৃণমূল বুঝবে বিজেপি কী জিনিস।

‘২০১৯- তৃণমূল বুঝবে বিজেপি কী জিনিস’! দিলীপ বললেন, নজর রাখুন পুজোর পর

দিলীপ ঘোষ বলেন, আমরা দেওয়ার ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। সেই দেওয়ার বাধা সরে যেতেই মানুষ ওদিক থেকে বিজেপি দিকে আসছে। অনেকেই আমাদের তালিকায় রয়েছে, কিন্তু আমরা বেছে বেছে লোক নিচ্ছি। আমরা জোর দিচ্ছি নিচুতলার কর্মীদের দলে নিতে। যাতে তৃণমূল ভিতরে ভিতরে ফোঁপরা হয়ে যায়।

দিলীপ বলেন, নজর রাখুন পুজোর পর। পুজোর পরই লোকসভা জেয়র লক্ষ্যে কোমর বেঁধে নামবে। এদিনের বৈঠক থেকেই সেই সিদ্ধান্ত নেওয়া হল। ৪০ দিন ধরে বাংলায় বিজেপি গণতন্ত্র বাঁচাও যাত্রা করবে। তিন-চারটি রথ বেরোবে। সেই রথগুলি ৪২টি লোকসভা কেন্দ্রই প্রদক্ষিণ করবে। প্রতিটি লোকসভাতেই একটা করে বড় সমাবেশ হবে বলে জানান দিলীপ ঘোষ।

[আরও পড়ুন:ফের পঞ্চায়েত নির্বাচন! এবার কুরুক্ষেত্রে সঞ্জয় নয়, গাণ্ডীব হাতে অর্জুন হবেন দিলীপ][আরও পড়ুন:ফের পঞ্চায়েত নির্বাচন! এবার কুরুক্ষেত্রে সঞ্জয় নয়, গাণ্ডীব হাতে অর্জুন হবেন দিলীপ]

তিনি আরও বলেন, প্রতিটি বিধানসভাতেই একটি করে অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে বাংলায় গণতন্ত্র বাঁচাওয়ের ডাক দেওয়া হবে। বাংলা দখলে বিজেপি ঝাঁপাবে পুজোর পরই। ডিসেম্বরে রথযাত্রা শুরু হবে বাংলার গণতন্ত্র বাঁচানোর। সেই রথ বাংলা প্রদক্ষিণ করে ফিরে আসবে ব্রিগেডে মোদীর সভায়।

[আরও পড়ুন:বাংলার ভাগ্য পরিবর্তন ২০১৯ ও ২০২১-এ! 'আর একবার মোদী সরকার' স্লোগান দিলীপের][আরও পড়ুন:বাংলার ভাগ্য পরিবর্তন ২০১৯ ও ২০২১-এ! 'আর একবার মোদী সরকার' স্লোগান দিলীপের]

English summary
BJP takes work schedule for 40 days before Narendra Modi’s Brigade. Dilip Ghosh announces BJP’s campign strategy for Loksabha,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X