For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইলেকশন মাস্ট, বাট সিকিউরিটি ফার্স্ট! মালদহের সভায় শুভেন্দুকে জবাব দিলীপের

শুভেন্দু বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেছিলেন, বিরোধীরা মিডিয়ায় থাকবে, কোর্টে যাবে, কিন্তু ভোটে যাবে না। মালদহে নির্বাচনী প্রচারে গিয়ে শুভেন্দুর সেই কথার জবাব দিলেন দিলীপ ঘোষ।

Google Oneindia Bengali News

তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেছিলেন, বিরোধীরা মিডিয়ায় থাকবে, কোর্টে যাবে, কিন্তু ভোটে যাবে না। শনিবার মালদহে নির্বাচনী প্রচারে গিয়ে শুভেন্দুর সেই কথার জবাব দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুভেন্দু অধিকারীর কথার জবাবে কড়া ভাষায় তিনি বলেন, ইলেকশন মাস্ট, বাট সিকিউরিটি ফার্স্ট।

ইলেকশন মাস্ট, বাট সিকিউরিটি ফার্স্ট! জবাব দিলীপের

এদিন বিজেপি রাজ্য সভাপতি আরও বলেন, রাজ্যের বর্তমান পরিস্থিতিই বুঝি্য়ে দিচ্ছে, কারা ভোট চান, আর কারা চান না। ওনারা যদি ভোট চাইতেন তবে পিছন দিক দিয়ে জেতার চেষ্টা চালাতেন না। ৩৪ শতাংশ আসনে প্রার্থী দিতে দেওয়া হয়নি বিরোধীদের। গায়ের জোরে ভোটে জিতেছেন। তারপর আবার ভোটের কথা বলছেন ওঁরা।

দিলীপবাবু প্রশ্ন তোলেন, এটা কি ভোট হচ্ছে, না ভোটের নামে প্রহসন হচ্ছে। তৃণমূলের পুোটাই নাটক। এখানে নাটক করে এখন আবার দিল্লিতে গিয়েও নাটক করছন। বিজেপি রাজ্য সভাপতি এদিন দাবি করেন, ভোট হবেই, আর ভোট হলেই বুঝতে পারবেন কারা ভোট চান, আর কারা ভোট চান না।

তিনি বলেন, মিডিয়ায় কারা থাকবে, তা স্থির করে মিডিয়া। এখন মিডিয়া মনে করছে, বিজেপি নেতাদের বেশি দেখানো দরকার, তাই তারা বিজেপিকে দেখাচ্ছে। কিন্তু রাজ্যের ক্ষমতায় কে থাকব, তা স্থির করে দেবেন রাজ্যের মানুষ। তাঁদের সেই অধিকার দিক সরকার, তারপরেই বোঝা যাবে আসল চিত্র।

English summary
BJP state president Dilip Ghosh replies Subhendu Adhikari’s attacks. He criticizes TMC and says Election must but security first.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X