For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘মা-ব্যাটা ডুবিয়ে ছেড়েছে কংগ্রেসকে, এবার রাজ্যে ঝাঁপ বন্ধ হবে পিসি-ভাইপোর দলের’

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, কংগ্রেসকে ডুবিয়ে ছেড়েছেন মা আর ব্যাটা। এখনও ডোবাচ্ছেন। এ রাজ্যে এবার ঝাঁপ বন্ধ হবে পিসি-ভাইপোর দলের।

  • |
Google Oneindia Bengali News

ইসলামপুরে গুলিবিদ্ধ ছাত্র খুনের প্রতিবাদে বনধ ডেকেছে বিজেপি। বাংলা বনধ ডেকে রাজ্যজুড়ে শক্তি প্রদর্শনের আগেই একযোগে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, কংগ্রেসকে ডুবিয়ে ছেড়েছেন মা আর ব্যাটা। এখনও ডোবাচ্ছেন। এ রাজ্যে এবার ঝাঁপ বন্ধ হবে পিসি-ভাইপোর দলের।

‘মা-ব্যাটা ডুবিয়ে ছেড়েছে কংগ্রেসকে, এবার রাজ্যে ঝাঁপ বন্ধ হবে পিসি-ভাইপোর দলের’

উত্তর দিনাজপুরের হেমতাবাদে ইসলামপুরের ঘটনায় প্রতিবাদ সভা করেন দিলীপ ঘোষ। বনধের সমর্থন আওয়াজ তোলেন। তিনি বলেন, বুধবার বনধ হবে। বিজেপি তাদের শক্তি দেখিয়ে দেবে। তৃণমূল যদি বনধে বাধা দেয়, তাহলে প্রতিরোধ করবে বিজেপি। ইসলামপুরে যে নারকীয় কাণ্ড ঘটিয়েছে রাজ্যের পুলিশ, তার জবাব দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে।

এদিন তিনি বলেন, শিক্ষামন্ত্রীর শেষের শুরু হয়ে গিয়েছে। শেষের শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেরও। আইনশৃঙ্খলার অবনতিই তার প্রমাণ। পুলিশ এখন তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে। ২০১৯-এ এই সরকারে বিদায়ঘণ্টা বেজে যাবে। আর ২০২১-এ পুরোপুরি ঝাঁপ বন্ধ হয়ে যাবে দোকানের। পিসি-ভাইপোর দোকানের অর্ধেক ঝাঁপ বন্ধ হবে ২০১৯-এ, বাকি অর্ধেক ২০২১-এর বিধানসভা নির্বাচনে। বাংলা থেকে বিদায় নেবে তৃণমূল।

[আরও পড়ুন:১০০ % আসন দখল! ৪০ বছর পর পঞ্চায়েত সমিতিতে বোর্ড মমতার দলের][আরও পড়ুন:১০০ % আসন দখল! ৪০ বছর পর পঞ্চায়েত সমিতিতে বোর্ড মমতার দলের]

এদিন শুধু তৃণমূলকেই নয়, কংগ্রেসকেও একহাত নেন দিলীপ ঘোষ। তিনি বলেন, কংগ্রেস এখন ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছে। ভাবছে ২০১৯-এ বিজেপিকে ক্ষমতায় সরিয়ে দিল্লির সিংহাসন দখল করবে। কিন্তু তাঁদের জাতীয়তাবাদী ভাবধারা আজ বিনষ্ট হয়ে পড়েছে। মা-ব্যাটা দায়িত্ব নিয়ে ডুবিয়ে চলেছে দলটাকে। এখানে পিসি-ভাইপোও সেই দায়িত্ব নিয়েছেন।

[আরও পড়ুন: বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে দিল তৃণমূল, উন্নয়নের স্বার্থে দলবদল 'হেভিওয়েট' নেতার][আরও পড়ুন: বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে দিল তৃণমূল, উন্নয়নের স্বার্থে দলবদল 'হেভিওয়েট' নেতার]

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আরও বলেন, আজ রাজ্যের কংগ্রেসিরা বিজেপির দিকে ঢলে পড়ছেন। তাঁরা যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে তাঁরা এককাট্টা। তবে কংগ্রেসের পতাকায় নয়, গেরুয়া পতাকা হাতে নিয়েই তাঁরা লড়াই করবেন বলে এসেছেন।

[আরও পড়ুন:সরকারি কর্মচারীদের তিনদিনের ছুটি 'বাতিল', এবার কোমর বেঁধেছে তৃণমূল সরকার][আরও পড়ুন:সরকারি কর্মচারীদের তিনদিনের ছুটি 'বাতিল', এবার কোমর বেঁধেছে তৃণমূল সরকার]

English summary
BJP state president Dilip Ghosh attacks Mamata Banerjee and Rahul Gandhi. He says Congress is sinking for Mother and son and here TMC sinking for aunty and nephew.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X