For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১-এর লক্ষে জনসংযোগের নতুন হাতিয়ার! দুর্নীতির বিরুদ্ধে আমাদের দিলীপদা

পরবর্তী ধাপে পা রাখল দিলীপদাকে বলো কর্মসূচি। বঙ্গ বিজেপির জনসংযোগ কর্মসূচির অন্যতম অংশ এই দিলীপদাকে বলো কর্মসূচি। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের পরামর্শ নিতে চায় বিজেপি তথা দিলীপ ঘোষ

  • |
Google Oneindia Bengali News

পরবর্তী ধাপে পা রাখল দিলীপদাকে বলো কর্মসূচি। বঙ্গ বিজেপির জনসংযোগ কর্মসূচির অন্যতম অংশ এই দিলীপদাকে বলো কর্মসূচি। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের পরামর্শ নিতে চায় বিজেপি তথা দিলীপ ঘোষ। সেই জন্যই এই পরবর্তী ধাপ। এজ্নয নতুন ইমেল আইডি চালু করা হয়েছে। যার নাম দুর্নীতির বিরুদ্ধে আমাদের দিলীপদা।

দলের অনেকেই তৃণমূলের 'পথে'! পদাধিকারীদের হুঁশিয়ারি দিয়ে বার্তা দিলেন দিলীপ ঘোষদলের অনেকেই তৃণমূলের 'পথে'! পদাধিকারীদের হুঁশিয়ারি দিয়ে বার্তা দিলেন দিলীপ ঘোষ

 বিজেপির নতুন হাতিয়ার

বিজেপির নতুন হাতিয়ার

প্রথমে দিলীপদাকে বলো, পরে দুর্নীতির বিরুদ্ধে আমাদের দিলীপদা। ২০২১-এর ভোটের আগে জনসংযোগের নতুন হাতিয়ার। আমজনতা সরাসরি বিজেপির কাছে কী আশা করছে, কোন পথে এগোলে রাজ্যের উন্নতি তা সরাসরি জানাতে পারবেন।

জনভিত্তি গড়ে তোলা যাবে বলে আশা

জনভিত্তি গড়ে তোলা যাবে বলে আশা

সাধারণ মানুষে হাতে বিজেপি তথা দিলীপ ঘোষের ইমেল আইডি। ফলে তারা ই-মেল করে সরাসরি বিজেপি দফতরে নিজেদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারবেন। এভাবে জনভিত্তি অনেকটা বাড়ানো যাবে বলে মনে করছে রাজ্য বিজেপি নেতৃত্ব।

আম্ফানের পরে দিলীপদাকে বলো

আম্ফানের পরে দিলীপদাকে বলো

আম্ফানে ক্ষতিগ্রস্ত হয়েছেন যাঁরা, তাদের জন্য ওয়েবসাইট চালু করেছিল বিজেপি। নাম দেওয়া হয়েছিল দিলীপদাকে বলো। যদিও, তৃণমূলের থেকে কটাক্ষ করা হয়েছিল, দিদিকে বলোকেই অনুসরণ করছে বিজেপি।

দুর্নীতির বিরুদ্ধে আমাদের দিলীপদা

দুর্নীতির বিরুদ্ধে আমাদের দিলীপদা

২০২১-এর ভোটকে সামনে রেখে বিজেপির নতুন পদক্ষেপ। বঙ্গ বিজেপির জনসংযোগ কর্মসূচির অন্যতম হিসেবে চালু করা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের দিলীপদা। তবে কবে থেকে এটি সক্রিয়া হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

English summary
BJP's new tool for public relation is Durnitir Biruddhe Aamader Dilipda
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X