পুরভোটের প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসায় ভরালেন একদা ছায়াসঙ্গী মুকুল রায়
একসময়ের তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড তিনি। দলবদল করে বিজেপিতে এসেই বাংলায় গেরুয়া শিবিরকে একেবারে শূন্য থেকে তুলে সিংহাসনে বসিয়েছেন। বিগত লোকসভা ভোটে তাঁর প্রশাসনিক দক্ষতা টের পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কার্যত কৌশলে বিজেপিকে বাংলার মাটিতে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছেন মুকুল রায়। এবার তাঁর দায়িত্ব রাজ্যসভা ভোটে দলের নেতা হিসেবে গেরুয়া শিবিরকে নেতৃত্ব দেওয়া।

মমতার প্রশংসায় মুকুল
এহেন মুকুল রায় ভোটের প্রচারে বিভিন্ন পুরসভায় রাজ্যজুড়ে ঘুরে বেড়াচ্ছেন। এবং তাঁর দাবি, সঠিক ভাবে ভোট হলে তৃণমূল কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হবে বাংলায়। এই মুকুল রায় এবার সরাসরি প্রশংসা করে বসলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

মমতা-কেন্দ্র সহমত
করোনা ভাইরাস নিয়ে কেন্দ্র যে উদ্যোগ নিয়েছে তার সঙ্গে সহমত হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের নির্দেশিকা অনুসরণ করে করোনাভাইরাস যাতে রাজ্যে বিশেষ প্রভাব ফেলতে না পারে সেজন্য তিনি বেশকিছু পদক্ষেপ করেছেন। এক্ষেত্রে রাজনীতির উর্ধ্বে উঠে গিয়ে তিনি কেন্দ্রের পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন।

তাই পাশে পেলেন মুকুলকেও
ঠিক সেভাবেই বাংলার বিরোধী দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা মুকুল রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় সরব হলেন। বিজেপির একটি দলীয় বৈঠকে উপস্থিত মুকুল রায় রাজ্য সরকারের সমর্থন করেছেন। এবং রাজ্য যে করোনা ভাইরাস নিয়ে পদক্ষেপ করছে তার মধ্যে কোনও নেতিবাচকতা খুঁজে পাননি।

রাজ্যে বন্ধ স্কুল-কলেজ
করোনা ভাইরাসের জেরে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে তৃণমূল সরকার। এবং এক্ষেত্রে পুরভোট পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় বিজেপি তৃণমূল সহ অনেকেই একত্র হয়ে এই ঘটনাকে সহমত জানিয়েছে।

পুরভোট নিয়ে নিশ্চিত মুকুল
তবে পুরভোট প্রসঙ্গে মুকুল রায় ফের একবার বিজেপির আত্মবিশ্বাসের কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, গণতন্ত্রে শেষ কথা বলে মানুষ। ফলে মানুষ বেঁচে থাকলে গণতন্ত্র বেঁচে থাকবে। তাই তিনি পৌরসভা ভোট পিছিয়ে দেওয়ার কথা না বললেও আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন এই মুহূর্তে পুরভোটের থেকেও করোনাভাইরাস মোকাবিলায় সকলকে একযোগে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে।