For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যালটে ভোটের দাবি! মমতাকে 'আজব' প্রস্তাব দিলেন মুকুল

বামফ্রন্টকে ক্ষমতায় ফিরিয়ে দিয়ে ব্যালটে ভোট করুন। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে এমনটাই প্রস্তাব দিলেন বিজেপি নেতা মুকুল রায়।

  • |
Google Oneindia Bengali News

বামফ্রন্টকে ক্ষমতায় ফিরিয়ে দিয়ে ব্যালটে ভোট করুন। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে এমনটাই প্রস্তাব দিলেন বিজেপি নেতা মুকুল রায়। সূত্রের খবর অনুযায়ী, তিনি নদিয়ার নবদ্বীপের ফকিরতলায় বিজেপি কর্মীর স্মরণ সভায় যোগ দিয়ে এমনটাই বলেন। প্রসঙ্গত ২১ জুলাইয়ের ব্যানারে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবি করে ব্যালটে ভোটের দাবি করা হয়েছে তৃণমূলের তরফ।

ব্যালটে ভোটের দাবি নিয়ে তৃণমূলকে কটাক্ষ

ব্যালটে ভোটের দাবি নিয়ে তৃণমূলকে কটাক্ষ

তৃণমূল ব্যালটে ভোটের দাবি করায় কটাক্ষ করেছেন মুকুল রায়। তিনি বলেন, যখন ওরা ভোটে জিতে যায়, তখন ইভিএম ভাল। আর যখন হারে তখন ইভিএম খারাপ। এপ্রসঙ্গে তিনি বলেন, ইভিএম যদি খারাপই হয় তাহলে, ২০০৯, ২০১১ এবং ২০১৪ সালের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন। তাহলে বামফ্রন্টকে ফিরিয়ে এনে ব্যালটে ভোট করুন।

লোকসভা ভোটের আগে থেকেই মমতার দাবি

লোকসভা ভোটের আগে থেকেই মমতার দাবি

লোকসভা ভোটের আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএম সরিয়ে ব্যালট ফিরিয়ে আনার দাবি করেছেন। লোকসভা ভোটের পর থেকে এই দাবি আরও জোরদার হয়েছে। রাজ্যে বিজেপির ১৮ টি আসন জেতাকে তিনি গুরুত্ব দিতেই রাজি নন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে চিটিংবাজির ভোট হয়েছে।

প্রস্তুতি শুরু সরকার ও তৃণমূলের

প্রস্তুতি শুরু সরকার ও তৃণমূলের

২০২০ সালে রাজ্যে বেশ কিছু পুরসভায় নির্বাচন। তার মধ্যে রয়েছে কলকাতা পুরসভাও। সেখানে ব্যালটেই ভোট করাতে চায় তৃণমূল তথা পশ্চিমবঙ্গ সরকার। এব্যাপারে প্রস্তুতিও শুরু করা হয়েছে বলে সূত্রের খবর।

English summary
BJP's Mukul Roy criticises Mamata Banerjee on her demand of vote on Ballot
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X