For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মানুষ কি হাওয়ায় উড়ছিল, যে গায়ে গুলি লাগল! উত্তপ্ত ভাটপাড়ায় কটাক্ষ আলুওয়ালিয়ার

উত্তপ্ত ভাটপাড়ায় বিজেপির সংসদীয় প্রতিনিধি দল। দলের নেতৃত্বে সাংসদ এসএস আলুওয়ালিয়া। এদিন গুলিতে মৃত দুজনের বাড়িতে যান তিনি।

  • |
Google Oneindia Bengali News

উত্তপ্ত ভাটপাড়ায় বিজেপির সংসদীয় প্রতিনিধি দল। দলের নেতৃত্বে সাংসদ এসএস আলুওয়ালিয়া। এদিন গুলিতে মৃত দুজনের বাড়িতে যান তিনি। সঙ্গে ছিলেন প্রতিনিধি দলের দুই সদস্য মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার সত্যপাল সিং এবং ঝাড়খণ্ডের প্রাক্তন ডিজিপি বিষ্ণু দয়াল রাম। ছিলেন স্থানীয় সাংসদ অর্জুন সিংও।

তৃণমূল ও সরকারকে আক্রমণ

তৃণমূল ও সরকারকে আক্রমণ

একটা ফুচকাওয়ালার আয় কত? সেই ছিল সংসারের আয়ের উৎস। তাঁকেই পুলিশ গুলি করে মারল। অভিযোগ করেন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। রাজ্য সরকারের কেউ এসে সমবেদনা জানায়নি। যেদিন থেকে কোচবিহারে ভোট শুরু হয়েছে সেদিন থেকে সন্ত্রাস শুরু হয়েছে। মন্তব্য করেন আলুওয়ালিয়া। নির্বাচন শেষ হলেও সন্ত্রাস থামেনি। অভিযোগ করেন তিনি। সংসদে বিষয়টি নিয়ে তৃণমূলকে বিতর্কে অংশ নেওয়ার আবেদন করেছেন তিনি।

 একপক্ষকে লাঠি আর একপক্ষকে গুলি

একপক্ষকে লাঠি আর একপক্ষকে গুলি

মৃত্যু পুলিশের গুলিতে, দাবি এসএস আলুওয়ালিয়ার। একপক্ষকে লক্ষ্য করে লাঠি আর আরেকপক্ষকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। পশ্চিমবঙ্গের ভবিষ্যতের পক্ষে এই ধরনের ঘটনা অশনি সংকেত দিচ্ছে বলে মন্তব্য করেন আলুওয়ালিয়া। অমিত শাহের কাছে রিপোর্ট জমা দেওয়ার পর প্রেস মিট করা পরবর্তী দাবি সম্পর্কে বলা হবে বলে জানিয়েছেন তিনি। ভাটপাড়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এদিন প্রতিনিধিদলে থাকা আরও দুই বিজেপি সাংসদ
তথা প্রাক্তন আইপিএস।

পরিবারকে সাহায্য

বিজেপি সাংসদ আলুওয়ালিয়া বলেন, দুটি পরিবারের জন্য সাধারণের কাছ থেকে দশলক্ষ টাকা করে তোলা হয়েছে। দুই পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। ধরমবীর সাউয়ের ছেলে মেয়ের পড়াশোনার দায়িত্ব নেওয়া হবে। জানিয়েছেন তিনি।

English summary
BJP's central delegation team visits Bhatpara. Team leader SS Aluwalia claims police opened fire.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X