For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির প্রার্থী স্থির হল না ইলেভেন্থ আওয়ারেও! মনোনয়নের পড়ে রইল মাত্র একটা দিন

বিজেপির হলটা কী! প্রথম দফার মনোনয়ন পর্ব শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই তিনদিন অতিক্রান্ত। এখনও প্রার্থী ঘোষণা করতে পারল না বিজেপি।

Google Oneindia Bengali News

বিজেপির হলটা কী! প্রথম দফার মনোনয়ন পর্ব শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই তিনদিন অতিক্রান্ত। এখনও প্রার্থী ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি যা বুধবারও প্রার্থী ঘোষণা না হলে দোলের পর প্রার্থী ঘোষণা হতে পারে। তখন মনোনয়ন জমা দেওয়ার জন্য সময় মাত্র একদিন!

বিজেপির প্রার্থী স্থির হল না!

প্রথম দফায় বাংলায় দুটি আসনে ভোট হবে। আলিপুরদুয়ার আর কোচবিহার কেন্দ্রের বিজেপি প্রার্থীরা মাত্র একদিন সময় পাবেন। বুধবার দিল্লিতে মোদী-শাহর উপস্থিতিতে বৈঠক চলছে বাংলা ও উত্তরপ্রদেশ নিয়ে। কিন্ত এখনও ঘোষণা হয়নি প্রার্থীদের নাম। তাই মাত্র একদিনেই মনোনয়ন সারতে হবে বলে প্রস্তুত হয়ে থাকছে বিজেপি।

মঙ্গলবার রাতে দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয়দের সঙ্গে বৈঠক বসা সম্ভব হয়নি। তাই বুধবার বিজেপি সভাপতি অমিত শাহ বাংলার নেতাদের নিয়ে বৈঠকে বসেন। প্রথম তিন দফার আসনগুলিতে অর্থাৎ ১০ আসনের প্রার্থী নিয়ে আলোচনা হয়।

বঙ্গ বিজেপির তরফে প্রত্যেকটি আসনের জন্য চারজনের নামের তালিকা পেশ করা হয়েছে। সেইসব নিয়েই আলোচনা চলছে বলে জানা গিয়েছে। এই তত্ত্বেই স্পষ্ট হয়ে উঠছে বিজেপির প্রার্থী নিয়ে মতভেদ রয়েছে দলের অন্দরেই। সর্বসম্মত প্রার্থী করা নিয়েই এখনও আলোচনা চলছে।

প্রথম দফায় কোচবিহার ও আলিপুরদুয়ার। দ্বিতীয় দফায় দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জ। আর তৃতীয় দফায় বালুরঘাট, উত্তর মালদহ, দক্ষিণ মালদহ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদে ভোট। এই ১০টি কেন্দ্রের প্রার্থী চূড়ান্ত করতে চাইছে বিজেপি। এই অবস্থায় প্রথম দফার ভোট দরজায় কড়া নাড়ছে।

বুধবারও প্রার্থী ঘোষণা না হলে, মনোনয়ন জমা দেওয়ার জন্য সময় মিলবে শুধু ২৫ মার্চ অর্থাৎ সোমবার। তার কারণ ২১ ও ২২ মার্চ দোল ও হোলির ছুটি। তারপর ২৩ ও ২৪ মার্চ সপ্তাহান্তিক ছুটি। ফলে মনোনয়নের জন্য পড়ে থাকছে শুধুমাত্র সোমবার। উল্লেখ্য, সোমবারই প্রথম দফার মনোনয়নের শেষ দিন।

English summary
BJP’s candidate list not to finalize in eleventh hour of Loksabha Election. BJP will get only date of nomination.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X