For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজো মিটতেই ময়দানে নামছে বিজেপি, পঞ্চায়েত নির্বাচনের আগে সিঙ্গুরকেই হাতিয়ার

দুর্গাপুজোয় জনসংযোগে শূন্য বিজেপি। এক্ষেত্রে বিজেপিকে টেক্কা দিয়েছে সিপিএম। পুজোর কদিন বুক স্টলে স্টলে ভিড় দেখে বামেরা ফের অক্সিজেন পেয়েছে পঞ্চায়েতের আগে। পুজো মিটতেই তাই কালক্ষেপ না করে পথে নেমে পড়ছে বিজেপি।

Google Oneindia Bengali News

দুর্গাপুজোয় জনসংযোগে শূন্য বিজেপি। এক্ষেত্রে বিজেপিকে টেক্কা দিয়েছে সিপিএম। পুজোর কদিন বুক স্টলে স্টলে ভিড় দেখে বামেরা ফের অক্সিজেন পেয়েছে পঞ্চায়েতের আগে। পুজো মিটতেই তাই কালক্ষেপ না করে পথে নেমে পড়ছে বিজেপি। বিজেপি পরিকল্পনা করেছে পঞ্চায়েত নির্বাচনের আগে সিঙ্গুরকে হাতিয়ার করে আন্দোলনে ঝাঁপাতে।

বিজেপিকে দুর্গাপুজোয় জনসংযোগে পিছিয়ে

বিজেপিকে দুর্গাপুজোয় জনসংযোগে পিছিয়ে

পুজোর আগে রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে পথে নেমেছিল বিজেপি। নবান্ন অভিযানের ডাক দিয়ে ভালোই সাড়া পেয়েছিল। তারপর বিজেপি দুর্গাপুজোয় সময় তেমন জনসংযোগ করতে পারেনি। মিঠুন চক্রবর্তীকে নিয়ে জনসংযোগের চেষ্টা করলেও, তা ধাক্কা খেয়েছে। তেমন সাড়া পড়েনি বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।

সিঙ্গুর থেকে টানা চারদিনের পদযাত্রার কর্মসূচি

সিঙ্গুর থেকে টানা চারদিনের পদযাত্রার কর্মসূচি

সেই কারণেই পুজো মিটতেই বিজেপি নতুন আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছে। রাজ্য সরকারের বিরুদ্ধে কর্মসংস্থানে ব্যর্থতার অভিযোগ তুলে পদযাত্রার কর্মসূচি নিচ্ছে রাজ্য বিজেপি। বিজেপি এই কর্মসূচিতে সিঙ্গুরকে পাখির চোখ করছে। সিঙ্গুর থেকেই টানা চারদিনের পদযাত্রার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আসন্ন নভেম্বরে বিজেপি টানা চারদিনের কর্মসূচি করে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ বাড়াবে।

সিঙ্গুর থেকে তৃণমূল শিল্পকে বিসর্জন দিয়েছিল

সিঙ্গুর থেকে তৃণমূল শিল্পকে বিসর্জন দিয়েছিল

বিজেপি পঞ্চায়েত নির্বাচনের আগে হাতিয়ার করছে সিঙ্গুরকে। সিঙ্গুর থেকেই যে তৃণমূল শিল্পকে বিসর্জন দিয়েছিল এবং তারপর কর্মসংস্থানে ভরাডুবি শুরু হয়েছিল রাজ্যের তা তুলে পদযাত্রার কর্মসূচি চূড়ান্ত করল রাজ্য বিজেপি। নভেম্বরে হবে টানা চারদিনের এই পদযাত্রা। সিঙ্গুর থেকে নিউটাউনের সিলিকন ভ্যালি পর্যন্ত চারদিন ঘরে হাঁটবেন বিজেপির নেতা-নেত্রীরা।

সিঙ্গুর থেকে যুব মোর্চার ব্যানারে পদযাত্রা বিজেপির

সিঙ্গুর থেকে যুব মোর্চার ব্যানারে পদযাত্রা বিজেপির

বিজেপি যুব মোর্চার ব্যানারে এই পদযাত্রা কর্মসূচি নিয়েছে। তবে যুব মোর্চার ব্যানারে হলেও সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর নেতৃত্ব এই পদযাত্রা হবে। সিঙ্গুরের যে জমিতে টাটা ন্যানো গাড়ি কারখানা হওয়ার কথা ছিল, সেখান থেকে শুরু হবে মিছিল। সুকান্ত-শুভেন্দুরা ছাড়াও দলের সাংসদ-বিধায়করাও এই পরিক্রমায় অংশ নেবেন। তবে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি এই কর্মসূচির।

সিঙ্গুরে শিল্প হয়নি, কৃষিও হচ্ছে না! নামেই সিলিকন ভ্যালি

সিঙ্গুরে শিল্প হয়নি, কৃষিও হচ্ছে না! নামেই সিলিকন ভ্যালি

বিজেপির অভিযোগ, সিঙ্গুরে শিল্প হয়নি, কৃষিও হচ্ছে না। নামেই সিলিকন ভ্যালি হয়েছে সিঙ্গুর। সিলিকন ভ্যালি সিঙ্গুর এখন মুখ ঢেকেছে জঙ্গলে। শরতে কাশফুলে ঢেকেছে সিঙ্গুরের টাটাদের ন্যানো কারখানার অঞ্চল। এই অবস্থায় শিল্পকে জলাঞ্জলি দেওয়া হয়েছে। রাজ্যে কর্মসংস্থানের বড়ই অভাব। বাংলার ছেলে-মেয়েরা ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করছেন। শিক্ষিত বেকাররা হাহাকার করছেন। রাজ্য সরকার চাকরি বিক্রি করায় শিক্ষাত বেকাররা হতাশ।

কৃষক দরদী হিসেবে প্রতিষ্ঠা পেতে চাইছে বিজেপি

কৃষক দরদী হিসেবে প্রতিষ্ঠা পেতে চাইছে বিজেপি

তাঁদের কথা তুলে ধরতে পঞ্চায়েত ভোটের আগে সিঙ্গুরকেই আন্দলনের ক্ষেত্র হিসেবে বেথে নেওয়া হয়েছে। বিজেপি সিঙ্গুর থেকে আন্দোলন শুরু করে নিজেদের কৃষক দরদী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। আবার কর্মসংস্থানের দাবিতে সরব হয়ে তাঁরা শিল্পপ্রেমী হয়ে উঠতেও চাইছেন। অকাধারে কৃষকদরদী, অন্যদিকে শিল্পপ্রেমী মনোভাবকেই তুলে ধরতে চাইছে বঙ্গ বিজেপি।

English summary
BJP plans for new agenda from Singur to New town before Panchayat Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X