
বিজেপি আন্দোলনে নামছে লকডাউন ভেঙে, শক্তি পরীক্ষায় কলকাতা পুরসভা ঘেরাও কর্মসূচি
করোনা পরিস্থিতিতে রাজ্যে লকডাউন ১৫ জুলাই পর্যন্ত বাড়িয়েছে তৃণমূল সরকার। সেই লকডাউন ভেঙে কলকাতা পুরসভা ঘেরাওয়ের পরিকল্পনা করেছে গেরুয়া শিবির। সোমবার জাল ভ্যাকসিন-কাণ্ডে তারা শহর উত্তাল করতে বদ্ধপরিকর। তবে করোনা আবহে বাইরে তেকে কোনও নেতা-কর্মী আনা হবে না।

কলকাতা জেলা সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে কর্মসূচি
বিজেপি রাজ্য নেতৃত্ব চাইছে উত্তর ও দক্ষিণ কলকাতা জেলা সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে কর্মসূচি রূপায়িত হবে। জোর দেওয়া হয়েছে দলের যুব ও মহিলা শাখার কর্মীদের হাজির করানোর ব্যাপারে। এই মর্মে বিজেপির যুব ও মহিলা শাখার নেতাদের নিয়ে বৈঠক করেন সায়ন্তন বসু।

পুরসভা ঘেরাও কর্মসূচিকে আন্দোলনের রূপ বিজেপির
পুরসভা ঘেরাও কর্মসূচিকে বড় আকার দিতে চাইছে বিজেপি। সেভাবেই পরিকল্পনা করা হয়েছে। রাজ্যে লকডাউনের মতোই কড়া বিধিনিষেধ রয়েছে। তা সত্ত্বে বিজেপি শক্তির পরীক্ষা দিতে নামছে সোমবার। পুলিশের বাধার মুখে পড়তে হবে জেনেই বিজেপি কর্মসূচি সাজাচ্ছে। প্রশাসনকে না জানিয়েই এই ঘেরাও কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে।

ভ্যাকসিন-কাণ্ডকে বৃহৎ আন্দোলনে রূপ দিতে চায় বিজেপি
বিজেপির কথায়, পুলিশ জানালেও অনুমতি মিলবে না। তাই পুলিশ না জানিয়েই কর্মসূচি হবে। আর রাজ্যে লকডাউন পরিস্থিতির মধ্যেই এই আন্দোলন ডাকা হয়েছে। কেননা রাজ্যে ভোটের ফল ঘোষণার কয়েকদিনের মধ্যেই লকডাউন হয়ে যায়। ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রতিবাদকে আন্দোলনের রূপ দিতে পারেনি বিজেপি। তাই এবার ভ্যাকসিন-কাণ্ডকে বৃহৎ আন্দোলনে রূপ দিতে তারা বদ্ধপরিকর।

পুরসভা ঘেরাওয়ের পরিকল্পনা পুলিশকে না জানিয়েই
ভ্যাকসিন-কাণ্ড নিয়ে দলের সব নেতারা সরব। কিন্তু বিক্ষোভ দেখানোর সুযোগ নেই। লকডাউন পরিস্থিতিতে জমায়েতের অনুমতি মিলবে না। তাই পুরসভা ঘেরাওয়ের পরিকল্পনা করা হয়েছে পুলিশকে না জানিয়ে। রাজ্য সরকার এখনই লোকাল ট্রেন চালু করবে না। তারা বিজেপিকে আন্দোলনে নামতে দিতে চায় না।
বিজেপি বিধায়কদের জন্য ড্রেস-কোড! এবার তাঁদের যে পোশাকে দেখা যাবে বিধানসভায়