For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি ক্ষমতায় এলে পুলিশ দিয়ে এনকাউন্টার! তৃণমূলের ‘হার্মাদ’দের হুমকি বিধায়কের

বিজেপি ক্ষমতায় এলে পুলিশ দিয়ে এনকাউন্টার! তৃণমূলের ‘হার্মাদ’দের হুমকি বিধায়কের

  • |
Google Oneindia Bengali News

বিজেপি বাংলার ক্ষমতায় এলে পুলিশ দিয়ে এনকাউন্ডার করাবে তৃণমূলী হার্মাদদের উপর। ২০২১-এ বিধানসভা নির্বাচনে জিতে বিজেপির বিধায়ক এমনই হুমকি দিলেন তৃণমূল নেতাদের টার্গেট করে। বিধানসভা নির্বাচনের আগেও এমন হুমকি শোনা গিয়েছিল। তারপর ২০২১-এ বিধানসভা নির্বাচনে বিজেপির ক্ষমতার আসা হয়নি। তবে বিজেপি এখনও এনকাউন্টারের হুমকি থেকে সরল না।

বিজেপি ক্ষমতায় এলে পুলিশ দিয়ে এনকাউন্টার! তৃণমূলের ‘হার্মাদ’দের হুমকি বিধায়কের

বিজেপির ক্ষমতায় আসা বাংলার বুকে এখন দুরুহ। সবে নির্বাচন হয়েছে। বিপুল আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছে। টানা তৃতীয় বার বাংলার কুর্সিতে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ক্ষমতায় না এলেও, তৃণমূলকে নিশানা করে বুধবার বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার হুঙ্কার ছাড়লেন।

উত্তর ২৪ পরগনার চাঁদপাড়ার বিজেপির অবরোধ কর্মসূচিতে শামিল হয়ে বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার বলেন, তৃণমূল হার্মাদদের বলে দিতে চাই বিজেপি ক্ষমতায় এলে পুলিশকে দিয়ে এনকাউন্টার করা হবে। উল্লেখ্য, মঙ্গলবার নদিয়ার কল্যাণীতে দলের কর্মিসভা চলাকালীন আক্রান্ত হন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস। তার পরিপ্রেক্ষিতেই বিক্ষোভ অবস্থান কর্মসূচি থেকে হুঙ্কার ছাড়েন বিজেপি বিধায়ক।

বিজেপির অভিযোগ তৃণমূল হার্মাদরা এই হামলার ঘটনা ঘটিয়েছে। তাই বুধবার বনগাঁ সাংগঠনিক জেলার বিভিন্ন জায়গায় অবরোধ শুরু করে বিজেপি। সেই অবরোধ কর্মসূচিতে যোগ দিয়েই স্বাপন মজুমদার বলেন, গতকাল তৃণমূল হার্মাদ বাহিনীর লোকেরা জেলা সভাপতির উপরে হামলা চালিয়েছে। সভাপতির গাড়ি ভাঙচুর করেছে। পুলিশকে কাজে লাগিয়ে বিজেপি কর্মীদের উপর অত্যাচার করেছে।

এই তালিবানি শাসনে বিশ্বাসী হার্মাদদরা এখন বাংলার সাসক দল তৃণমূল কংগ্রেসের আশ্রয়ে রয়েছে। বিজেপি ক্ষমতায় এলে এইসব হার্মাদদের রেয়াত করবে না। পুলিশ দিয়ে এনকাউন্টার করা হবে। বিজেপির বিধায়ক স্বপন মজমুদার খোলাখুলি বলে দেন আমরা উত্তরপ্রদেশ ও অসমকে ফলো করি। বর্তমানে এখানে যারা তৃণমূলের উপরতলায় নেতৃত্ব দিচ্ছেন, তাদের সাবধান করে দিচ্ছি, বনগাঁয় অশান্তি পাকানোর চেষ্টা করবেন না।

বিধায়ক স্বপন মজুমদার বলেন, আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা শান্তি চাই। তা বলে আমাদের বিরুদ্ধে অত্যাচার হলে, এলাকায় হিংসা ছড়ানোর চেষ্টা করলে আমরা কেউ হাত গুটিয়ে বসে থাকব না। বনগাঁয় আমরা লোকসভা ও বিধানসভা নির্বাচনে জিতেছি। জনসমর্থন আমাদের কম নয়। আমরা অন্যায় বরদাস্ত করব না। কেউ অন্যায় করলে ছেড়ে কথা বলব না।

বিধায়কের এই এনকাউন্টারের হুমকির নিন্দা সরব হন তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস ও সিপিএমও। বিজেপি যে পুলিশরাজ চালাতে চায়, তা তাদের কথায় স্পষ্ট হয়ে উঠেছে। কোনও বিধায়ক বা জনপ্রতিনিধির মুখে এনকাউন্টার কথা মানায় না।

English summary
BJP MLA threatens to encounter against TMC with police after coming power in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X