For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলিসকর্মীদের এবার জেলে ভরা হবে, নতুন হুঙ্কার বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের

পুলিসকর্মীদের এবার জেলে ভরা হবে, নতুন হুঙ্কার বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের

Google Oneindia Bengali News

দিলীপ ঘোষ আগেই বলেছিলেন, এবার হুঙ্কার দিলেন কৈলাস বিজয়বর্গীয়। রাজ্যের পুলিসকর্মীদের জেলে ভরার হুঁসিয়ারি দিয়েছেন তিনি। তৃণমূক কংগ্রেসের ক্যাডারদের মতো আচরণ করছে রাজ্য পুলিসের কর্মীরা। শাসক দলের নেতাদের কুকীর্তি আড়াল করছেন তাঁরা। আর বেশিদিন এটা চলবে না। একুশের সরকার বদলের সঙ্গে সঙ্গে কড়ায় গণ্ডায় হিসেব বুঝে নেবে বিজেপি সরকার। এমনই হুঁিশয়ারি দিয়েছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।

পুলিসকে হুঁশিয়ারি

পুলিসকে হুঁশিয়ারি

রাজ্যে বিজেপি সরকার আসছেই। সব হিসেব খাতায় তুলে রাখছে বিজেপি। সরকার গঠার পর সব হিসেব কড়ায় গণ্ডায় বুঝে নেবেন তাঁরা। আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার সেই সুরে সুর মেলালেন কৈলাস বিজয়বর্গীয়। এদিন ভার্চুয়াল সভায় রাজ্য পুলিসের কর্মীদের বিরুদ্ধে আক্রমণ শানান তিনি। পুলিসকেও জেলে ভরা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিিন।

তৃণমূলের ক্যাডার পুলিস

তৃণমূলের ক্যাডার পুলিস

রাজ্যপুলিস শাসক দল তৃণমূল কংগ্রেসের ক্যাডারের মত আচরণ করছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষরা। একাধিকবার অর্জুন সিংয়ের উপর হামলা হয়েছে ভাটপাড়ায়। তাঁর বাড়ির সামনে বোমাবাজি হয়েছে। পুলিস দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে বলে অভিযোগ করেছেন তিনি। এই নিয়ে পুলিসের একপেশে নীতি নিয়েও আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতারা।

রাজ্যপালের আক্রমণ

রাজ্যপালের আক্রমণ

এর আগে পুলিসের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনিও অভিযোগ করেছিলেন শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে পুলিস। সেকারণেই রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। রাজ্য পুলিসের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলে হিসেব তলব করেছিলেন তিনি।

পদ্মফুটবে বঙ্গে

পদ্মফুটবে বঙ্গে

একুশের ভোটেই শেষ হবে তৃণমূল কংগ্রেস। রাজ্যে সরকার গড়বে বিজেপি। এই অনাচার আর মানুষ েমনে নেবেনা বলে জানিয়েছেন কৈলাস বিজয় বর্গীয়। একুশের ভোটকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। দিল্লির নির্দেশে রাজ্যের সমীকরণ সাজাচ্ছেন কেন্দ্রীয় নেতারা।

মমতা আর তৃণমূলের জন্য অনেক করেছেন বাবা, মা! ২০২১-এর আগে অবদান স্মরণ করে জল্পনা বাড়ালেন শুভ্রাংশুমমতা আর তৃণমূলের জন্য অনেক করেছেন বাবা, মা! ২০২১-এর আগে অবদান স্মরণ করে জল্পনা বাড়ালেন শুভ্রাংশু

English summary
BJP Leader Kailash Vijayabargiya warn Bengal police says they will put them prison
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X